ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র : মিলার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র : মিলার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জানিয়েছে, তারা পুরো বিষয়টির ওপর নজর রাখছে। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা জানান।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের হুমকি দেয়ার পরই ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালায়। এবং এতে প্রায় পাঁচ শ’ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে সেখানে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশে চলমান এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কী?জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে। এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। হামলায় শত শত মানুষ আহত হয়েছেন।মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা করি। এছাড়া যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
সুত্র:যায়যায়দিন

এ সংক্রান্ত আরও সংবাদ