বৃষ্টি আইনে বাংলাদেশ হারলো ২৮ রানে

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪

বৃষ্টি আইনে বাংলাদেশ হারলো ২৮ রানে

ডেস্ক রিপোর্ট: টি২০ বিশ্বকাপের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত আজকের খেলায় বার বার বৃষ্টি হানা দিচ্ছে। এখন ম্যাচের যে অবস্থা তাতে আর খেলা নাও হতে পারে। তাহলে কে জিতবে। যে খবর জানা গেলো তাতে বাংলাদেশের জন্য ভালো নয়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২৮ রানে হারালো বাংলাদেশ। জানা যায়, সুপার এইটে বৃষ্টির শঙ্কা ছিল আগেই। প্রথম দুই ম্যাচে খুব একটা প্রভাব না পড়লেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বারবার হানা দিচ্ছে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারণ শুরু করেছে অস্ট্রেলিয়া। মাঝে বাংলাদেশ দুই উইকেট নিয়লেও ওয়ার্নারের ফিফটিতে ১১.২ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তুলে ফেলেছে অসিরা। প্রশ্ন হলো খেলা না হলে জিতবে কে? যদিও এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও হার এড়াতে পারবে না বাংলাদেশ। কারণ পার স্কোর অনুযায়ী, ১১.২ ওভারে অসিদের প্রয়োজন ছিল ৭২ রান। সেখানে তাদের আছে ১০০ রান। মানে ২৮ রান এগিয়ে অসিরা। তাই খেলা পরিত্যক্ত হলেও জয় পাবে অস্ট্রেলিয়া। এর আগে, পাওয়ার প্লেতে ৫৯ রান নিয়ে ঝড়ো শুরু করে অস্ট্রেলিয়া। ২০ বলে ৩১ ও ওয়ার্নার ১৮ বলে ৩২ রানে ব্যাট করছেন। অর্ধেক রানই দিয়েছেন তাসকিন-মোস্তাফিজ। দুজন দুই ওভারে দেন ২৮ রান! তাসকিন ১৫ ও মোস্তাফিজ দেন ১৩ রান। ৩ ওভার করে ২১ রান দেন শেখ মেহেদী। তানজীম ১ ওভারে দেন ৯ রান। তার ওভারের প্রথম বলে ক্যাচ মিস হয়। পাওয়ার প্লে শেষে ২ বল না হতেই আসে বৃষ্টি। উল্লেখ্য, শান্ত-হৃদয়ের ব্যাটে ভর করে ১৪০ রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৪১ রান আসে শান্তর ব্যাট থেকে। হৃদয় করেন ৪০ রান। নিজের শেষ দুই ওভারে কামিন্স হ্যাটট্রিক না করলে আরও কিছু রান বাড়তে পারতো। লিটন ১৬ আর শেষে তাসকিন ১৩ রানে অপরাজিত থাকেন। কামিন্স ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া ২ উইকেট নেন অ্যাডাম জম্পা।
সুত্র:যায়যায়দিন

এ সংক্রান্ত আরও সংবাদ