সম্পাদিত পারিবারিক ছবির জন্য দুঃখ প্রকাশ কেটের

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪

সম্পাদিত পারিবারিক ছবির জন্য দুঃখ প্রকাশ কেটের

পারিবারিক ছবিতে সম্পাদনার কারণে সৃষ্ট ‘বিভ্রান্তি’র জন্য ক্ষমা চেয়েছেন প্রিন্সেস অব ওয়েলস কেট।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কেট জানান, অন্যান্য অপেশাদার চিত্রগ্রাহকদের মতেই তিনি ছবি সম্পাদনার বিষয়ে পরীক্ষা করেন।

পোস্টে তিনি বলেন, ‘গতকাল আমরা যে পারিবারিক ছবি শেয়ার করেছি তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

মা দিবস উপলক্ষে কেনসিংটন প্রাসাদ তিন সন্তান জর্জ, শার্লট ও লুইয়ের সঙ্গে কেটের ওই ছবিটি প্রকাশ করেছিল যা পরে অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা প্রকাশ করে। ছবি সম্পাদনার বিতর্ক সৃষ্টি হওয়ার পর ওই ছবি প্রত্যাহার করে নেয় সংবাদ সংস্থাগুলো। এপির ছবি নীতিমালা অনুযায়ী, ছবি সম্পাদিত হয়েছে মনে হলে তা ব্যবহার করা নীতিমালা লঙ্ঘন করে।

প্রাসাদ থেকে জানানো হয়েছে, ছবিটি প্রিন্স উইলিয়ামের তোলা।

প্রায় দুই মাস আগে তলপেটে অস্ত্রোপচারের পর এটি ছিল কেটের প্রথম অফিসিয়াল ছবি। গত কয়েক সপ্তাহ ধরে তার অবস্থান নিয়ে বেশ জল্পনা চলছিল। সেসব জল্পনা বন্ধ করতে এই ছবি দিলেও এটি আরও বাড়িয়ে দিয়েছে।