রাশিয়া গ্যাসকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে: ফ্রান্স

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

রাশিয়া গ্যাসকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে: ফ্রান্স

রাশিয়ার বিরুদ্ধে গ্যাস সরবরাহকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে ফ্রান্স। রুশ কোম্পানি গ্যাজপ্রম যখন ইউরোপের গ্যাসের প্রবাহ কমিয়ে দিয়েছে তখন এই অভিযোগ তুলল ফ্রান্স।

মঙ্গলবার ফরাসি জ্বালানিমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচের এই অভিযোগ করেন। খবর রয়টার্সের।

ফ্রান্সের জ্বালানিমন্ত্রী বলেন, খুব স্পষ্টভাবে রাশিয়া গ্যাসকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধের মতো খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, অজ্ঞাত চুক্তি সংক্রান্ত বিরোধের কারণে মঙ্গলবার থেকে ফরাসি ইউটিলিটি এনজি কম গ্যাস পাবে রাশিয়ার কাছ থেকে। এই সপ্তাহে রাশিয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে মোট সামর্থ্যের মাত্র ২০ শতাংশ সরবরাহ করছে। আশঙ্কা রয়েছে তা আরও কমতে পারে।

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, নিষেধাজ্ঞার কারণে কারিগরি সমস্যা ছাড়া অন্য কোনো কারণে গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে না।