প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪
ডেস্ক রিপোর্ট: আজ ২১ ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। অভিজ্ঞ সাকিব আল হাসান তার অফিশিয়াল ফেসবুক পেজে গ্রাফিক্যাল ইমেজ দিয়ে লিখেছেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’ তামিমও একই রীতি অনুসরণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি…আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ উইকেটকিপিং ব্যাটার মুশফিকুর রহিম ভাষাশহীদের স্মরণ করেছেন এভাবে, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest