প্রতারণার শিকার হাজারো বাংলাদেশি কর্মী

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

প্রতারণার শিকার হাজারো বাংলাদেশি কর্মী

লন্ডন অফিস: ব্রিটে‌নে কেয়ার ভিসায় ক‌য়েক হাজার বাংলা‌দেশি এসে পৌঁছেছেন। লাখ লাখ টাকা খরচ করে আসা এসব বাংলাদেশি এখন কাজ না পেয়ে বিপদে পড়েছেন। তাদের সঙ্গে প‌রিক‌ল্পিতভা‌বে প্রতারণার সু‌নি‌র্দিষ্ট অভিযোগ মি‌লে‌ছে কিছু কেয়ার হোম কর্তৃপক্ষ ও বাংলাদেশি দালাল‌দের বিরু‌দ্ধে। জানা গেছে, একেকজন কর্মীর কাছ থে‌কে ২০ থে‌কে ২৫ হাজার পাউন্ড অবৈধভা‌বে হা‌তি‌য়ে নেওয়া হয়েছে। এখন কাজ না থাকায় ভিসা বা‌তিল হ‌চ্ছে তাদের।এমন প‌রি‌স্থি‌তি‌তে কর্মী‌দের সঙ্গে যোগা‌যোগ বন্ধ ক‌রে নি‌জে‌দের বাঁচা‌তে নানা কূটকৌশ‌লের আশ্রয় নি‌চ্ছে দালালরা। হোম অ‌ফি‌সে মিথ্যা তথ্য দি‌য়ে বা‌তিল করা‌নো হ‌চ্ছে কর্মী‌দের ভিসা। তাতে সর্বস্ব হা‌রি‌য়ে বিপ‌দে পড়ে‌ছেন সদ্য আসা ক‌য়েক হাজার বাংলা‌দেশি। দে‌শে ফেরা ছাড়া অন্য কোনও পথ থাকছে না তা‌দের। আর কেয়ার হোম ও কর্মীর সঙ্গে মধ্যস্থতাকারী হি‌সে‌বে যোগা‌যোগ ক‌রে বাংলা‌দেশি দালালরা হা‌তি‌য়ে নি‌চ্ছে লাখ লাখ পাউন্ড।ভ‌য়েস ফর জা‌স্টিস ইউ‌কের সে‌ক্রেটারি, বাংলা‌দেশি ক‌মিউ‌নি‌টির প্রবীণ নেতা কে এম আবু তাহের চৌধুরী ব‌লেন, এই মুহূর্তে কেয়ার ভিসায় আসা অন্তত ২৫ জন ভুক্ত‌ভোগী‌কে সহায়তার চেষ্টা করছি। কেয়ার ভিসায় এ‌ দে‌শে এ‌সে আমাদের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাংলা‌দেশি এক তরুণকে তার নি‌য়োগদাতা গাড়ি দি‌য়ে ধাক্কা দি‌য়ে আহত করে হাসপাতালে পাঠি‌য়ে‌ছে। আমার এক নিকটাত্মীয় ২৪ হাজার পাউন্ড খরচ ক‌রে এ‌ দে‌শে এ‌সে ৯ মা‌সে এক‌দিনের জন্যও কাজ পান‌নি। উ‌ল্টো কেয়ার হোম তা‌কে জব অফার ক‌রার পরও সে কা‌জে যায়নি, এমন মিথ্যা অভিযোগ হোম অ‌ফি‌সে দি‌য়ে তার ভিসা বাতিল ক‌রি‌য়ে‌ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ