প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের জাতীয় লীগের ‘সিনিয়র ডি’ বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব।
দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ‘সিনিয়র ডিভিশন টি ২০ ক্রিকেট লিগ’ এর ‘ই’ ডিভিশনের গ্রুপ পর্বে রানার আপ হয়ে এ অর্জন প্রবাসী খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাবটির।
৮টি দলের এ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী ভারতীয়দের দল ‘ন্যাশনাল টেকনিক্যাল সার্ভিস (এনটিএস)’। চ্যাম্পিয়ন দলের সঙ্গে ১০ পয়েন্ট নিয়ে ‘সিনিয়র ডি’ ডিভিশনে উঠেছে রানার আপ বাংলাদেশ ক্রিকেট ক্লাব।
শুক্রবার রাজধানী মাস্কাটের আমারাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ও রানারআপ নির্ধারণী খেলায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব ২৫ রানে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে গড়া পেইস প্লেয়ার্সকে পরাজিত করে।
খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের অধিনায়ক আরফাজ। ব্যাটসম্যানদের সেরা নৈপণ্যে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সাইফুল ইসলাম ৩৭ বল খেলে সর্বোচ্চ ৫৯ রান করেন। এ ছাড়া মিরাজ ১১ বলে ১৮ রান, ওবায়েদ খান ১১ বলে ১৩ রান, আলম ৭ বলে ১৭ রান, সোহাগ ২২ বলে ২৩ রানের স্কোর তোলেন।
প্রতিপক্ষ পেইস প্লেয়ার্সের মোহাম্মদ আবরার ৩৭ রানে ৩ উইকেট, সুখন্দর সিং ২৮ রানে ২ উইকেট এবং জহির ৩৭ রানে ২ উইকেট নেন।
জবাবে পেইস প্লেয়ার্স ১৭২ রানের জন্য খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। তেজেশ শেঠি ৩৩ রান এবং কামেশ মহারাজা ওআলী হাসান ২১ রান করে সংগ্রহ করেন।
দূর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের ওবায়েদ ২২ রানে ২ উইকেট এবং সানি, মিজান, সাইফুল, আলম ১টি করে উইকেট করে নেন।
বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সাইফুল ইসলাম ৫৯ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এ ছাড়াও সাইফুল সেরা নৈপণ্যের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ রান সংগ্রহের জন্য সেরা ব্যাটসম্যানও নির্বাচিত হয়েছেন।
ওমানি, বিভিন্ন দেশের প্রবাসীদের সঙ্গে বাংলাদেশি অনেকে দর্শক মাঠে খেলা উপভোগ করেন। মাঠে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মো. আশরাফুর রহমান সিআইপি, সেক্রেটারি শেখ ফাহাদ, কার্যনির্বাহী সদস্য কাজী রাশেদ, মোহাম্মদ রিয়াদ সিআইপি, ইব্রাহিম চৌধুরী, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আরিফ, মহিউদ্দীন সজীবসহ ক্লাবের পৃষ্টপোষক ও কর্মকর্তারাও।
২০২২ সালে ক্রীড়াপ্রেমী কয়েকজন প্রবাসী উদ্যোক্তার হাতে ধরে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব’। প্রবাসী বাংলাদেশি তরুণ ও উৎসাহী খেলোয়াড় নিয়ে গড়া ক্লাবটি খুব কম সময়ে ওমানের ক্রীড়াপ্রমীদের কাছে পরিচিত পায়, সে সঙ্গে ধারাবাহিক সাফল্য। ‘এফ’ দিয়ে শুরু করে গত বছরই ‘ই’ ডিভিশনে উঠে। এবার আরও এক ধাপ এগিয়ে ‘ডি’ ডিভশনে জায়গা করে নিলো। ক্লাবটির একটি নারী ক্রিকেট দলও আছে।
খেলোয়াড়দের প্রাইজমানি তুলে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
ওমানি, বিভিন্ন দেশের প্রবাসীদের সঙ্গে বাংলাদেশি অনেকে দর্শক মাঠে খেলা উপভোগ করেন। মাঠে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মো. আশরাফুর রহমান সিআইপি, সেক্রেটারি শেখ ফাহাদ, কার্যনির্বাহী সদস্য কাজী রাশেদ, মোহাম্মদ রিয়াদ সিআইপি, ইব্রাহিম চৌধুরী, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আরিফ, মহিউদ্দীন সজীবসহ ক্লাবের পৃষ্টপোষক ও কর্মকর্তারাও।
২০২২ সালে ক্রীড়াপ্রেমী কয়েকজন প্রবাসী উদ্যোক্তার হাতে ধরে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব’। প্রবাসী বাংলাদেশি তরুণ ও উৎসাহী খেলোয়াড় নিয়ে গড়া ক্লাবটি খুব কম সময়ে ওমানের ক্রীড়াপ্রমীদের কাছে পরিচিত পায়, সে সঙ্গে ধারাবাহিক সাফল্য। ‘এফ’ দিয়ে শুরু করে গত বছরই ‘ই’ ডিভিশনে উঠে। এবার আরও এক ধাপ এগিয়ে ‘ডি’ ডিভশনে জায়গা করে নিলো। ক্লাবটির একটি নারী ক্রিকেট দলও আছে।
নতুন সাফল্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বেশ উচ্ছাসিত ক্লাব কর্মকতারাও। অবিশ্বাস্য ও বড় সাফল্য উল্লেখ করে ক্লাব প্রেসিডেন্ট আশরাফুর রহমান বলেন, ‘মাত্র ২ বছর মধ্যে এ পর্যায়ে আসতে পারব বলে আমাদের ভাবনায় ছিল না। তবে বিশ্বাস ছিল, আমাদের খেলোয়াড়রা যে পরিশ্রম-অনুশীলন করছে তাতে লক্ষ্য পৌঁছাতে বেশিদিন অপেক্ষা করতে হবে না। এখন আমরা আরও বড় স্বপ্ন দেখতে পারি।’
ওমান ক্রিকেট বোর্ড, পৃষ্টপোষক, খেলোয়াড় ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাব সেক্রেটারি শেখ ফাহাদ বলেন, ‘আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। দলকে আরও দক্ষ-প্রশিক্ষিত করে তুলতে আমরা বড় পরিকল্পনা হাতে নিচ্ছি। প্রত্যাশা, এ ক্ষেত্রে পৃষ্টপোষক ও বাংলাদেশিদের সমর্থন-সহায়তার কমতি হবে না।’
ক্লাবের এমন বড় সাফল্যে খেলোয়াড়,কর্মকর্তা ও পৃষ্টপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপদেষ্টা এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest