এশিয়া কাপের পর্দা উঠছে আজ

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

এশিয়া কাপের পর্দা উঠছে আজ

এশিয়া কাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ (২৭ আগস্ট)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান। এশিয়া কাপের আসর হওয়ার কথা ছিল শ্রীলংকায়। কিন্তু দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যদিও কাগজে কলমে আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকার নাম।

এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করছে ৬টি দেশ। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। ‘এ’ গ্রুপে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং।

আর ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতি গ্রুপ থেকে সেরা ২টি দলকে নিয়ে হবে সুপার ফোর। আর সুপার ফোরের সেরা ২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

রবিবার (২৮ আগস্ট) মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর বাংলাদেশ তাদের এবারের এশিয়া কাপের মিশন শুরু করবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ