কবুল শব্দ উচ্চারণ না করলে কি বিয়ে শুদ্ধ হয় না

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

কবুল শব্দ উচ্চারণ না করলে কি বিয়ে শুদ্ধ হয় না

ডেস্ক রিপোর্ট:

কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ইজাব পেশ করার পর পাত্র যদি ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিবাহ সহিহ হবে না। এ ধারণা ঠিক নয়।

আসল বিষয় হল সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ সহিহ হবে। সুতরাং ‘কবুল’ শব্দই উচ্চারণ করতে হবে- এ ধারণা ভুল