পাকিস্তান ম্যাচের ‘ভয়’ কি আর্শদীপকে এবার তাড়া করেছিল

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

পাকিস্তান ম্যাচের ‘ভয়’ কি আর্শদীপকে এবার তাড়া করেছিল

ক্রীড়া ডেস্ক:

২০২২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আর্শদীপ সিং যে করেই হোক ভুলতেই চাইবেন। ম্যাচে তাঁর ভুলের কারণে দুবাইয়ে রুদ্ধশ্বাস ম্যাচটা ভারত হেরে গিয়েছিল। সামাজিকমাধ্যমে ভারতের এই বাঁহাতি পেসারকে বাজেভাবে বিদ্রুপ করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর বেঙ্গালুরুতে গতকাল একই পরিস্থিতিতে পড়লেও এবার ভড়কে যাননি আর্শদীপ।

এক বছরেরও বেশি সময় পর গতকাল বেঙ্গালুরুতে আর্শদীপ খেলেছেন একই টি-টোয়েন্টি সংস্করণে। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শেষ ওভারে দরকার ছিল ১০ রান। উইকেটে তখন ছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। তখনই আর্শদীপের হাতে বল তুলে দেওয়া হয়। নিজের ব্যক্তিগত প্রথম ৩ ওভারে দিয়েছেন ৩৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইকোনমি ৮.৬৩ ও বেশিরভাগ সময়ই তাঁর শেষের দিকে বোলিংয়ে এসে মুক্তহস্তে রান দেওয়ার ঘটনাও রয়েছে। সবকিছু যখন অস্ট্রেলিয়ার পক্ষে যাচ্ছিল, তখনই চমকে দেন আর্শদীপ। শেষ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলেই তুলে নিয়েছেন ওয়েডের উইকেট। মাত্র ৩ রান খরচ করে ভারতকে ৬ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। যেখানে দুবাইয়ে গত বছর এশিয়া কাপে শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিল ৭ রান। শেষ ওভারে বোলিংয়ে আসা আর্শদীপের প্রথম পাঁচ বলেই ম্যাচ জিতে যায় পাকিস্তানিরা।

ভারতকে গতকাল রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেও খরুচে বোলিং করায় শেষ ওভারের আগে কিছুটা নার্ভাস ছিলেন আর্শদীপ। ম্যাচ শেষে ভারতের বাঁহাতি পেসার বলেন, ‘ম্যাচের আমি ভাবছিলাম যে অনেক রান তো দিয়ে ফেলেছি। ম্যাচ শেষে দায়টা হয়তো আমার ওপরই চাপবে। তবে সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন। নিজের ওপরও আত্মবিশ্বাস ছিল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি রান আটকাতে পেরেছি। যারা আমার ওপর ভরসা রেখেছেন তাদেরকেও ধন্যবাদ।’

আর্শদীপ আরও বলেন, ‘সত্যি বলতে আমার মাথায় তেমন কিছু কাজ করছিল না। সূর্য ভাই (সূর্যকুমার যাদব) আমার হাতে বল তুলে দিয়ে বলেন, যা হবার হবে। ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। এমন ট্রিকি উইকেটে তারা দারুণ স্কোর করেছেন।’