নিজ পরিবারের সন্তানদের ‘অ্যানিমেল’ দেখাবেন না পরিচালক

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

নিজ পরিবারের সন্তানদের ‘অ্যানিমেল’ দেখাবেন না পরিচালক

বিনোদন ডেস্ক:

আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। তবে ভারতীয় সেনসর বোর্ড জানিয়েছে, সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি। সঙ্গে বেশ কিছু দৃশ্য ও শব্দ পরিবর্তনের শর্তে মিলেছে সেনসর ছাড়পত্র।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা সন্দীপ রেড্ডি নিজেও এক বাক্যে মেনে নিয়েছেন, এই সিনেমা ছোটদের দেখার উপযুক্ত নয়। পরিচালকের কথায়, ‘আমার ছেলে অর্জুন, আমার ভাইয়ের ছেলেমেয়েদের এই সিনেমা দেখাব না। আমার পরিবারের ৮ মাস থেকে ১৭ বছর অবধি অনেক বাচ্চা আছে। আর এই সিনেমা তাদের কারও জন্যই নয়।’

এদিকে ভারতীয় সেনসর বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু বদল আনা হয়েছে। যেমন কটূক্তিপূর্ণ শব্দগুলো সিনেমা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, এমনকি তা রাখা যাবে না সাব টাইটেলেও। ববি দেওলের একটি অন্তরঙ্গ দৃশ্যের ক্লোজআপও বাদ দিয়েছে সেনসর বোর্ড। সঙ্গে কস্টিউম শব্দ বদলে সেখানে ‘বস্ত্র’ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে একই দিনে মুক্তি পেতে পারে ‘অ্যানিমেল’। মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে মিলেছে মুক্তির অনুমতি। চলছে সেনসর ছাড়পত্রের প্রক্রিয়া। যদি সব ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি।

নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার তৃতীয় সিনেমা ‘অ্যানিমেল’। এর আগে তিনি তেলুগু ভাষায় ‘অর্জুন রেড্ডি’ ও হিন্দি ভাষায় ‘কবির সিং’ বানিয়েছেন। দুটি সিনেমাই তুমুল সাফল্য পেয়েছে। ট্রেলারে হিংস্র লুক আর অ্যাকশনে চমকে দিয়েছেন রণবীর। সেই সঙ্গে অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকা মান্দানাকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’র পর আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন রণবীর।

‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে। তাঁদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে ‘অ্যানিমেল’।