প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট:বিশ্বের সবচেয়ে উঁচু ভবনকে আলোকিত হতে দেখা সবসময়ই দারুণ এক অভিজ্ঞতা। আর যদি সেটি হয় বিশেষ কোনও উপলক্ষ্যে, তবে তা আরও বিশেষ কিছু হয়ে ওঠে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুর্জ খলিফা সবুজ ও সাদা রঙে আলোকিত হয়ে পাকিস্তানের পতাকা প্রদর্শন করেছে। এটিকে দক্ষিণ এশীয় এই দেশের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। মূলত ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। আর এই দিবস উপলক্ষ্যেই বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত সবুজ ও সাদা রঙের পাকিস্তানের পতাকা। এটি অবশ্য প্রথমবার নয়। প্রতি বছর ১৪ আগস্ট দুবাইয়ে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী পাকিস্তানিকে শুভেচ্ছা জানাতে এই ঐতিহাসিক স্থাপনাটি একইভাবে আলোকিত হয়। এ বছরের আলোকসজ্জার ভিডিও দুবাইয়ে পাকিস্তান কনস্যুলেট শেয়ার করেছে। এদিন বুর্জ খলিফার পাশাপাশি আবুধাবির এডনক ভবনও পাকিস্তানের পতাকার রঙে সজ্জিত হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দুবাই ও আবুধাবিতে পাকিস্তান দূতাবাসগুলো কেক কেটে ও পতাকা উত্তোলন করে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রসঙ্গত, বুর্জ খলিফায় বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে ভবনটির মালিক এমার প্রপার্টিজ থেকে অনুমতি নিতে হয়। তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো বিজ্ঞাপন দেখানো সম্ভব নয়। আর ৮২৮ মিটার উঁচু এই ভবনটিতে যেকোনো ছবি, ভিডিও বা লেখা প্রদর্শনের খরচ নির্ভর করে দিন এবং সময়ের ওপর।সপ্তাহের খোলা দিনগুলোতে (সোমবার থেকে শুক্রবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে খরচ হবে ২ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ টাকার সমান।
আর ছুটির দিনগুলোতে (শনিবার ও রোববার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের জন্য খরচ হবে ৩ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান।তবে সপ্তাহের যে কোনো দিন কেউ যদি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ৫ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে চায়, তাহলে তাকে দিতে হবে ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার সমান।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest