মার্চে কর্মসংস্থানের সুযোগ বাড়লেও বেকারত্ব কমেনি দেশে

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

মার্চে কর্মসংস্থানের সুযোগ বাড়লেও বেকারত্ব কমেনি দেশে

ডেস্ক রিপোর্ট: দেশের কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসলেও, এই বছর ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে বেড়েছে বেকারত্বের হার। শুক্রবারে প্রকাশিত লেইবর ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী, মার্চে নতুন করে কর্মসংস্থান হয়েছে দুইশো আঠাশ হাজার মানুষের, যা প্রত্যাশার চেয়ে একশো চল্লিশ হাজার বেশি। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও দেশের কর্মজীবী মানুষদের জন্য এটি একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন লেইবর সেক্রেটারি লরি শ্যাভেজ-ডিরেমার। ব্লুমবার্গ পডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডনাল্ড ট্রাম্প শ্রমিকদের প্রেসিডেন্ট।

দেশে চলমান অর্থনৈতিক অস্থিরতা ও বানিজ্যযুদ্ধের মধ্যেও শক্তিশালী হচ্ছে চাকরির বাজার। মার্চ মাসে নতুন করে চাকরিতে যোগ দিয়েছেন দুইশো আঠাশ হাজার কর্মী। ফেব্রুয়ারিতে নতুন কর্মীর সংখ্যা ছিলো মাত্র একশো সতেরো হাজার।তবে কর্মসংস্থান বাড়লেও সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশের বেকারত্বের হার কিছুটা বেড়েছে। বেকারত্ব ফেব্রুয়ারিতে ছিল ৪ দশমিক ১ শতাংশ, মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক দুই শতাংশ। তবে শঙ্কার তুলনায় এই হার অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন অর্থনীতিবদিরা।

কর্মসংস্থান খাতে ইতিবাচক এ পরিবর্তনের পেছনে হেল্থ কেয়ার, পরিবহন ও গুদামজাতকরণ খাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান বিশেষজ্ঞরা।পরিসংখ্যান প্রকাশের পর দিনটিকে দেশের শ্রমিক ও প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন লেইবর সেক্রেটারি শ্যাভেজ-ডিরেমার। ব্লুমবার্গ পডকাস্টেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রমিকতের ভাগ্য উন্নায়নে কাজ করছে সরকার। কর্মসংস্থানের হার সামনে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। লেইবর সেক্রেটারি আরও বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যা আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনীতির বিকাশ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য বলে জানান লেইবর সেক্রেটারি। ট্রাম্পের নতুন শুল্কনীতি অনেক কোম্পানিকে কর্মী ছাঁটাইয়ে বাধ্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিরেমার জানান, শ্রমিকদের জন্য নায্য সিদ্ধান্তই নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের নতুন শুল্কনীতিকে দেশের ব্যবসায়ীরা পূর্ণ সমর্থন দিয়েছেন বলেও মন্তব্য করেন লেইবর সেক্রেটারি।

এ সংক্রান্ত আরও সংবাদ