সামরিক পরিকল্পনা ফাঁসের ঘটনা অস্বীকার, জেফরি প্রতারক: হেগসেথ

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

সামরিক পরিকল্পনা ফাঁসের ঘটনা অস্বীকার, জেফরি প্রতারক: হেগসেথ

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুতি বিদ্রোহী দমনে সামরিক অভিযানের অত্যন্ত স্পর্শকাতর পরিকল্পনা ভুলবশত কোন সাংবাদিকের কাছে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। বরং হাইলি ক্ল্যাসিফায়েড চ্যাটে যুক্ত থাকা অ্যাটলান্টিক এডিটর ইন চিফ জেফরি গোল্ডবার্গকে প্রতারক বলে সমালোচনা করলেন।

সোমবার হাওয়ায়ির পার্ল হার্বার-হিকম্যান সেনা ঘাঁটিতে পিট বলেন, কিছু নামধারী সাংবাদিক সবসময় অপতথ্য ছড়াতে ব্যস্ত। এদিকে ডিফেন্স সেক্রেটারির পাশাপাশি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও পরিকল্পনা ফাঁসের ঘটনা অস্বীকার করায় ক্ষুব্ধ হয়েছেন গোল্ডবার্গ। বলেছেন, বিষয়টি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার মাইকেল ওয়ালয, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড ছাড়াও সংশ্লিষ্টদের অবহিত করেছেন। এছাড়া নিজ দাবির সপক্ষে প্রমাণও উপস্থাপন করেছেন।

ওদিকে সিএনএন বলছে, হোয়াইট হাউয কর্মকর্তারা অ্যাটলান্টিকেরর প্রতিবেদনে হতবাক হলেও স্বীকার করে নিয়েছেন ভুলবশত স্পর্শকাতর গ্রুপ চ্যাটে যুক্ত হয়ে যান জেফরি। অবশ্য নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একজন অপেশাদার ব্যক্তি এমন উঁচু পদে নিয়োগ দিয়ে জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলেছেন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউযে যেকোন যুদ্ধকালীন কিংবা জরুরি পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তায় ভীষণ স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার জন্য রয়েছে সিচুয়েশন রুম। যেখানে প্রেসিডেন্ট, হাতে-গোনা কয়েকজন বিশ্বস্ত সহচর অংশ নেন। মূলত যাদের সর্বোচ্চ পরযায়ের নিরাপত্তা ছাড়পত্র রয়েছে।

মোটাদাগে তারা হলেন ভাইস প্রেসিডেন্ট,ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার ডিফেন্স সেক্রেটারি, সেক্রেটারি অব স্টেইট, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স, সিআইএ ডিরেক্টর, হোয়াইট হাউয চিফ অব স্টাফ, প্রেসিডেন্টের বিশেষ দূত এবং হোয়াইট হাউযের সিনিয়ির অ্যাডভাইযার। এর বাইরে কোন অ্যাপে গ্রুপ চ্যাটে তারা হাইলি ক্ল্যাসিফায়েড বিষয়ে কথা বলেন না।

কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে। গত ১৫ই মার্চ ইয়েমেন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান যাওয়ার আগে একটি গ্রুপ চ্যাটে অংশ নেন রাষ্ট্রের সর্বোচ্চ নিরা-পত্তা ছাড়পত্র পাওয়া কর্মকর্তারা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার মাইকেল ওয়ালযের ভুলে তাদের সঙ্গে যুক্ত হয়ে যান অ্যাটলান্টিকের এডিটর ইন চিফ জেফরি গোল্ডবার্গ।

বিষয়টি সোমবার প্রকাশিত হলে রীতিমতো হৈ চৈ পড়ে যায়। সিএনএন খুব দ্রুত প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয় ঘটনা সত্য এবং এনিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রম্পের ক্যাবিনেট মিটিংয়েও বেশ সরব ছিলেন সবাই। তবে ঘটনাটি ভুলবশত ঘটেছে।

হোয়াইট হাউযের কর্মকর্তারা বিস্মিত কিংবা হতবাক হলেও ইয়েমেনের হুতি বিদ্রোহী দমনে সামরিক অভিযানের স্পর্শকাতর পরিকল্পনা ভুলবশত কোন সাংবাদিককে দেয়া হয়নি বলে দাবি করলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ।বরং তিনি সামরিক পরিকল্পনা বেহাত হওয়ার ঘটনা অস্বীকার করে জেফরিকে প্রতারক বলতে ছাড়লেন না।

সোমবার হাওয়ায়ির পার্ল হার্বার-হিকম্যান সেনা ঘাঁটিতে পিট বলেন, কিছু নামধারী সাংবাদিক সবসময় অপতথ্য ছড়াতে ব্যস্ত। এর আগেও তারা রাশিয়ার সাথে ট্রাম্পের সংশ্লিষ্টতা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এদিকে ডিফেন্স সেক্রেটারির পাশাপাশি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও পরিকল্পনা ফাঁসের ঘটনা অস্বীকার করায় ক্ষুব্ধ হয়েছেন গোল্ডবার্গ। বলেছেন, বিষয়টি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার মাইকেল ওয়ালয, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড ছাড়াও সংশ্লিষ্টদের অবহিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ