ইউএসএআইডি বন্ধের প্রচেষ্টা স্থগিতের নির্দেশ ফেডারেল বিচারকের

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ইউএসএআইডি বন্ধের প্রচেষ্টা স্থগিতের নির্দেশ ফেডারেল বিচারকের

ডেস্ক রিপোর্ট: ইলন মাস্ক এবং ডোজকে ইউএসএআইডি বন্ধে আর কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন মেরিল্যান্ডের এক ফেডারেল বিচারক। এক মামলার পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার মেরিল্যান্ডের ইউএস ডিসড্রিক্ট জাজ থিওডোর চুয়াং এ আদেশ দেন। তিনি বলেছেন, একতরফাভাবে ইউএসএআইডি বিলুপ্ত করার প্রচেষ্টা দেশের সংবিধান লঙ্ঘন করেছে। পাশাপাশি, অবিলম্বে ইউএসআইডির কর্মীদের সংস্থার সব ইলেক্ট্রনিক সিস্টেম ব্যবহারের অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই, বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড- ইউএসএআইডি বন্ধের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। এ ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছেন ট্রাম্পের মিত্র ইলন মাস্ক ও হোয়াইট হাউযের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ)। সংস্থার হাজার হাজার কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। যা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা দেখা দেয়।

এক মামলার প্রাথমিক শুনানি শেষে, মঙ্গলবার মেরিল্যান্ডের ফেডারেল বিচারক থিওডোর চুয়াং, ইউএসএআইডি বন্ধ করার যেকোনো প্রচেষ্টা স্থগিতের আদেশ দিয়েছেন। পরিচয় গোপন রাখা সংস্থাটির সাবেক ও বর্তমান ২৬ কর্মী মামলাটি করেছেন।
বিচারক তার আদেশে লিখেন, ইলন মাস্ক এবং তার নেতৃত্বাধীন ডোজ বিদেশি সাহায্য সংস্থাটি বন্ধের প্রচেষ্টার মাধ্যমে সম্ভবত দেশের সংবিধান লঙ্ঘন করেছে। পাশাপাশি, অবিলম্বে ইউএসএআইডির ইমেইল, পেমেন্ট ও কম্পিউটার সিস্টেমে সংস্থার স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের প্রবেশাধিকার দিতেও বলা হয়েছে আদেশে।

আইন বিশ্লেষক কিম ওয়েলি মনে করেন, ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি বন্ধের প্রচেষ্টা থেকে সরে আসবে না। তবে, আদালতের এই আদেশ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক অ্যাডভাইযার মার্ক ম্যাককিনন বলেন, ইউএসএআইডি অ্যামেরিকার মূলোবোধকে এগিয়ে নিতে কাজ করে। এটি বন্ধের পদক্ষেপ অযৌক্তিক।

কোনো ধরনের প্রকৃত অডিট ছাড়াই ইলন মাস্ক ফেডারেল কর্মী ছাঁটাই ও প্রকল্প বন্ধের কাজ করছেন বলে, মন্তব্য করেন ম্যাককিনন। অন্যদিকে, হোয়াইট হাউযের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি বলেছেন- কিছু বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নকে বাধা দেয়ার মাধ্যমে দেশের মানুষের আকাঙ্খাকে ব্যাহত করছেন। বিচারক চুয়াংয়ের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ