আসিতেছে ,,, আক্কেল আলী র সিলেটি নাটক; বৃদ্ধাশ্রম

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

আসিতেছে ,,, আক্কেল আলী র সিলেটি নাটক; বৃদ্ধাশ্রম

নাটক টি রচনা করেছেন শিপলু রাহাত ( আক্কেল আলী) পরিচালনা করেছেন রিয়াজুর ইসলাম মুক্তি, পরিবেশনায়: এল,পি,মাল্টিমিডিয়া,
প্রযোজক লুৎফুর রহমান পলাশ, সিলেটি নাটকের মধ্যে এই নাটক টি একটু ভিন্ন ধারায় নির্মিত হয়েছে,এই নাটকে তুলে দরা হয়েছে মানুষের জীবনের এমন কিছু বাস্তব চিত্র, যা আগে কখনো সিলেটি ভাষায় নির্মাণ হয়নি আমরা সবাই বিশ্বাস করি যে আমরা এই দুনিয়ায় যা করবো তার ই ফল আমরা দুনিয়ায় ই ভুগ করে যাবো, এই ধারাবাহিকতায় যুগের পর যুগ চলছে আমাদের জীবন, এই ধরনের গল্প নিয়েই নির্মিত এই নাটকটি।

এই নাটকে,মূলচরিত্রে অভিনয় করেছেন,শিপলু রাহাত(আক্কেল আলী), বিশ্বজিৎ সরকার, এম: দেলোয়ার, শাহ,জেবিন ফাতেহি,ফাতেমা খানম রুবী,সাদিয়া আফরিন, রাকিব আল মাহমুদ, লাকি আক্তার নুপুর,সুফিয়ান সাউরি,আনহার মিয়া,আফজাল হোসেন,রহিম,,আরো অনেকে,
নাটক টি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর ২০২৩,বিকেল ৬ টায়,শুধুমাত্র এল,পি,মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।