প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো নিউইয়র্কের কার্যকরী কমিটির পরিচিতি সভা ২৭৯ গিলফোর্ড স্ট্রীট এ অনুষ্টিত হয় গত ২৬শে ফেব্রুয়ারী,২০২৫। অনুষ্টানে বিভিন্ন দেশ থেকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভার্চুয়ালী অংশ গ্রহন করেন। পাশাপাশি বাফেলো থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগটনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য সন্দ্বীপ এলায়েন্স এর সভাপতি, গ্রেটার ঢাকা এসোসিয়েশন এবং বাসকো এর প্রধান উপদেষ্টা বাবুল সিরাজুদ্দৌলা, গ্রেটার ঢাকা এসোসিয়েশন এর প্রেসিডেন্ট শিপন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সভাপতি উজ্জ্বল আলম, সেক্রেটারী আব্দুল মান্নান তাজু, সহ সভাপতি সালেহ সিদ্দিকী, কোষাধ্যক্ষ্য
মোহাম্মদ রহমান, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শেখ রাজু আহমেদ, কার্যকরী সদস্য ওবায়দুর রহমান, হবিগন্জ ডিস্ট্রীক্ট এসোসিয়েশন এর উপদেষ্টা শাহীন আহমদ, হবিগন্জ ডিস্ট্রীক্ট এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ও গ্লোবাল জালালাবাদ বাফেলোর সহ সভাপতি আবু সুফিয়ান, হবিগন্জ ডিস্ট্রীক্ট এসোসিয়েশন সেক্রেটারী ও জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর প্রচার ও দপ্তর সম্পাদক সাইদ আলী, গোলাপগন্জ
এসোসিয়েশন এর উপদেষ্টা ইকবাল আহমদ, বৃহত্তর নোয়াখালী সোসাইটি অফ বাফেলোর প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল, ফেঞ্চুগন্জ এসোসিয়েশন এর সভাপতি এবং গ্লোবাল জালালাবাদ বাফেলোর সহ সভাপতি রেজাউল ইসলাম সেলিম , সহ সুনামগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন, সামসুজ্জামান কবির , জুনেদ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রুহুল আলম রুবেল সহ আরো অনেকে। যারা অনুষ্টানকে সফল করতে কাজ করেছেন আর যারা অনুষ্টানে উপস্থিত হয়েছেন এবং নিউজ মিডিয়া কাভারেজ করেছেন সবাইকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো নিউইয়র্কের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest