চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে নতুনত্ত্ব

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে নতুনত্ত্ব

আডেস্ক রিপোর্ট:

গামী বুধবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরুর একদিন পর বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে। এজন্য গত বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। পুরো দল ফটোসেশন করলেও জার্সি উন্মোচন পেছানো হয়। জার্সিটা কেমন হয়, দেখার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। তাদের সেই অপেক্ষার অবসান হলো রবিবার সন্ধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসিয়ালি ফেসবুক পেজে জার্সি উন্মোচন করে।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করেছে। জার্সিতে আধিপত্য পেয়েছে লাল-সবুজ। জার্সির নিচের দিকে সোনালি রংয়ে আছে বাঘের ছাপ। জার্সি উন্মোচনের ভিডিওতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহসহ তরুণ ক্রিকেটারদের অনেকেই ছিলেন।

এক মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও ব্যাকগ্রাউন্ডে বেজেছে, ‘শত সংকট, শত সংশয়, জয়ের হাতছানি থেকে শত হতাশার ভয়, সর্বদা সাথে ছিল একতাই এই সারা বাংলাদেশ। জয়ের আনন্দে উল্লাস অথবা পরাজয়ের গ্লানি সর্বদা সাথে ছিল একতাই এই সারা বাংলাদেশ। আবারও দেশের পতাকা হাতে বিশ্বমঞ্চে এই যাত্রা। অতীতের গ্লানি মুছে দেবে, অকুতোভয়দের নতুন মাত্রা। সাথে ছিল, সাথে থাকবে একতাই এই সারা বাংলাদেশ।’

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। পরের ম্যাচ পাকিস্তানে। সেখানে ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।