প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডেস্ক রিপোর্ট: আট বছরের বিরতি শেষে ক্রিকেটপ্রেমীদের জন্য ফিরে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত ওয়ানডে টুর্নামেন্ট। আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ১৯ দিনের এই প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ভারতের সব গ্রুপ ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সুযোগ থাকবে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে। টিভিতে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। পাশাপাশি, মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে টফি অ্যাপে।
বিশ্বের বিভিন্ন দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকছে।
দেশ টেলিভিশন অনলাইন
ভারত স্টার, নেটওয়ার্ক ১৮ জিও হটস্টার
পাকিস্তান পিটিভি, টেন স্পোর্টস মাইকো, তামাশা অ্যাপ
আরব আমিরাত ক্রিকলাইফ ম্যাক্স স্টারজেডপ্লে
যুক্তরাজ্য স্কাই স্পোর্টস ক্রিকেট স্কাইগো, স্কাই স্পোর্টস অ্যাপ
যুক্তরাষ্ট্র ও কানাডা উইলো টিভি উইলো, ক্রিকবাজ অ্যাপ
ক্যারিবিয়ান ইএসপিএন ক্যারিবিয়ান ইএসপিএন প্লে ক্যারিবিয়ান
অস্ট্রেলিয়া – প্রাইম ভিডিও
নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস এনজেড নাও, স্কাইগো অ্যাপ
দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্ট সুপারস্পোর্ট অ্যাপ
আফগানিস্তান এটিএন – শ্রীলঙ্কা মহারাজা সিরাসা
প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ৯টি ভাষায় সরাসরি ধারাভাষ্য দেওয়া হবে, যার মধ্যে ইংরেজি, হিন্দি, বাংলা, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় রয়েছে। বাংলা ভাষায় ধারাভাষ্য পাওয়ার ফলে বাংলাদেশের দর্শকরা আরও উপভোগ্যভাবে খেলা দেখতে পারবেন।
যারা ভিডিও সম্প্রচার দেখতে পারবেন না, তাদের জন্য আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট ওঈঈ গধঃপয ঈবহঃৎব-এ ফ্রি অডিও সম্প্রচার থাকবে। এছাড়া, বাংলাদেশে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ সরাসরি ম্যাচের আপডেট পাওয়া যাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। দীর্ঘদিন পর ফিরে আসা এই আসরে বাংলাদেশসহ অন্যান্য দলগুলোর পারফরম্যান্স দেখতে উন্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। দেশের বিভিন্ন মাধ্যম থেকে এই টুর্নামেন্ট উপভোগ করার ব্যবস্থা থাকায় দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক দারুণ ক্রিকেটীয় অভিজ্ঞতা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest