প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪
ডেস্ক রিপোর্ট: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খানে। সম্প্রতি তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। সাহসের সঙ্গে অস্থতার সঙ্গে লড়াই করার কথা জানান তিনি। তবে এবারের একটু ভিন্নভাবে নিজের কথা বললেনঅভিনেত্রী। ক্যানসারের অ্যাডভান্স স্টেজে রয়েছেন তিনি, কেমোথেরাপি চলছে। স্বাভাবিক নিয়মেই তাই চুল উঠে যাবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই নিজের চুল নিজের হাতেই কেটে ফেললেন হিনা খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন বলছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন হিনা। ভিডিওটিতে দেখা যায় মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে নিজ হাতেই কেটেছেন অভিনেত্রী। পাশেই বসে আছেন মা। তিনি ভারাক্রান্ত। কিন্তু অভিনেত্রীর ঠোঁটের কোণে হাসি। মাকে সান্ত¡না দিয়ে বলেছেন, সামান্য চুলই তো মা। তুমি তো কতবার ছোট করে চুল কেটেছ। ভিডিও ক্যাপশনে তার মায়ের আবেগ নিয়ে লিখেছেন হিনা লিখেছেন, মায়ের কান্নার আওয়াজ আপনারা শুনতে পাঁচ্ছেন। জীবনে যা কল্পনা করার সাহসও হয়নি, আজ তার সাক্ষী থাকলেন তিনি। চুল কাঁটার পরে হিনাকে দেখে কেঁদে মেয়েকে জড়িয়ে ধরেন অভিনেত্রীর মা। ভিডিওর সঙ্গে ক্যাপশনে হিনা আরও লিখেছেন, বহু মানুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন, বিশেষ করে নারীদের জন্য এটা আরও কঠিন। চুল হলো নারীদের কাছে মুকুটের সমান। লড়াই করতে গেলে এই মুকুট ও গর্ব খুলে মাঠে নামতে হয়। চুল তো আবার গজাবে, ভ্রু আবার তৈরি হবে, ক্ষত শুকিয়ে যাবে। কিন্তু মনের জোর একই থাকবে। তৃতীয় পর্যায়ের ক্যানসারের খবর দিয়ে হিনা বললেন, আশা করি সেরে উঠব। গত কয়েক দিন ধরেই হিনা খানের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর ভক্ত-অনুরাগীদের আবেগে ভাসিয়েছে। সাহসের সঙ্গে লড়ে যাওয়া নিয়ে প্রশংসা পাঁচ্ছেন অভিনেত্রী।
সুত্র:এফএনএস ডটকম
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest