প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ গত ২০ ফেব্রুয়ারী ২০২৪,মঙ্গলবার রাত আনুমানিক ৯.৪৫ থেকে ১০ টার মধ্যে নিউইয়র্ক -এক জ্যামাইকার ১৭১-১৬এ,হীলসাইড এভিনিউতে বাংগালি মালিকাধীন “কয়লা পিজা এন্ড গ্রীলের” অন্যতম মালিক “দৌলত জাহান জাকিরের অর্থ ছিনতাই ও হত্যা করার উদ্দেশ্যে কতিপয় দুর্বৃত্ত রক্তাত যখম করে।
ঘটনার সুত্রপাত- দৌলত জাহান জারির একটি ডেলিভারি অর্ডার পৌছে দেয়ার জন্য তার গাড়ী নিয়ে বের হওয়ার ৩/৪ মিনিটের মাথায় একটি বিএমডব্লিউ এবং ১ টি ইনফিনিটি সিডান গাডী সামনে পিছনে করে ছিতাই বা ডাকাতির উদ্দেশ্যে “দৌলতের” গাড়িটিকে মাঝে ফেলে চাপ দিয়ে থামাতে চেষ্টা করে।দৌলত জাকির এটা বুঝতে পেরে দ্রুতই গাড়ী নিয়ে সরে যাওয়ার চেস্টা করে। কিন্তু ঐ ২ টি গাড়ীর গ্যাং সদস্যরাচিৎকার করে দৌলত জাহান জাকিরকে গাড়ী থামিয়ে নামতে বলে,নতুবা গুলি করে দেবে বলে হুমকি দেয়।দৌলত জাহান জাকির ভয় পেয়ে ডেলিভারি বন্ধ রেখে দ্রুতই রেস্টুরেন্টে ফিরে আসার চেস্টা করে।কিন্তু ঐ ২ টি গাড়ীর আরোহীর “দৌলতের” পিছু নিয়ে কয়লা পিজা এন্ড গ্রীল পর্যন্ত ছুটে আসে।নিরাপদ আশ্রয়ের জন্য রেস্টুরেন্টে ঢুকার আগেই ঐ ২ টি ধাবমান গাড়ী থেকে ৯/১০ জন বের হয়ে জাকিরকে বেদম মারধর করে নাক,মুখ ফাটিয়ে রক্তাত করে।এলোপাথারী কিল ঘুষি ও লাথি মেরে শ্বাস নালী, বুক ও মুখ সহ শরাীরে সর্বত্র আঘাত করে।এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়।খবর বাপসনিঊজ।
পরবর্তীতে দৌলতকে
লংআইল্যানড জুইস হাসপাতালে এ ইমার্জেন্সীতে ভর্তী করা হয়।সেখানে কর্তব্য রত ডাক্তার এক্সরে ও এমআরআই করে।
কয়লা পিজা এন্ড গ্রীলের সিসি টিভি ফুটেজ ও পথচারীদের ভিডিও রেকর্ডিংএ তার সও্যতা পাওয়া গেছে ।এনওয়াইপিডি এব্যাপারে পর্যবেক্ষন ও তদন্ত করচেছ বলে বাপসনিঊজকে জানান দৌলত জাহান জাকিরের পিতা প্রতিষ্ঠানের মূল মালিক
এম জাকির হোসেন স্বপন ।ছবিকে দৌলত জাহান জাকির এনওয়াইপিডির একজন পুলিশকে তার উপর হামলার ভিডিও দেখাচেছন ।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest