ভালোবাসা দিবসে একসঙ্গে ৯০০ যুগলের বিয়ে

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

ভালোবাসা দিবসে একসঙ্গে ৯০০ যুগলের বিয়ে

কানাডা অফিস: বুধবার প্রেম দিবস পালনে মেতে উঠেছিল গোটা বিশ্ব। ভালোবাসার দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই নানা উদ্যোগ নিয়েছিলেন। কেউ বাগদান সারলেন তো, কেউ বিয়ের পিঁড়িতে বসে পড়লেন। তবে সবাইকে টেক্কা দিয়েছে কানাডার শহর অটোয়া। বুধবার সেখানে প্রেম দিবসে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন ১২০০ যুগল, যা রেকর্ড বলেই দাবি উদ্যোক্তাদের। এই অভিনব বিয়ের আসরের সাক্ষী হতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিলেন অনেকেই। প্রতি বছরই প্রেম দিবস উপলক্ষ্যে গণবিবাহের আসর বসান নেচাওকিয়োটার মেয়র। এবারও তার ব্যতিক্রম হয়নি। শহরের টাউন স্কয়ারে ভ্যালেন্টাইন দিবসে বসেছিল আসর।পুরো গণবিবাহের খরচই বহন করে স্থানীয় মেয়রের দপ্তর। অনুষ্ঠানে প্রথমে বিয়ে সংক্রান্ত বিভিন্ন নথিপত্রে স্বাক্ষরের পাশাপাশি ‘আমি বিয়েতে রাজি’ বলে শপথবাক্য পাঠ করেন। আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সম্পন্ন হওয়ার পর পরস্পরকে চুম্বন করেন নববিবাহিত দম্পতিরা।