বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত কার্নি, বিদ্যুৎ সরবরাহ বন্ধে ফোর্ডের হুঁশিয়ারি

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত কার্নি, বিদ্যুৎ সরবরাহ বন্ধে ফোর্ডের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: কঠিন সময় পার করছে ক্যানাডা, তাই অ্যামেরিকার বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের ডাক দিলেন লিবারেল পার্টির নতুন প্রধান মার্ক কার্নি। সোমবার অটোয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে তিনি বলেন, খুব দ্রুত ক্ষমতার পালাবদল ঘটবে। সেইসঙ্গে ক্যানাডার দায়িত্ব নিয়েই তিনি জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এবং বাণিজ্য যুদ্ধ উত্তরণে জোরালো পদক্ষেপ নেবেন। এদিকে ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলির আশা, কার্নি ক্ষমতায় গিয়ে অ্যামেরিকাকে কঠিন বার্তা দেবেন। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প শক্তিমানকে সমীহ করেন। ওদিকে দেশটির সাধারণ মানুষও মার্ককে ঘিরে আশাবাদী। তারা বলছেন, অর্থনীতিতে সমৃদ্ধ অতীত আছে কার্নির। ক্যানাডার ক্রান্তিকাল অতিক্রমে তাঁর নেতৃত্ব কাজে দেবে।

অন্যদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে অ্যামেরিকার তিনটি স্টেইটে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেবেন তিনি। এর আগে নিজ রাজ্য থেকে মিশিগান,মিনেসোটা এবং নিউ ইয়র্কে সরবরাহ করা বিদ্যুতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ধার্য করেন ফোর্ড। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসুরি নির্বাচনে ক্যানাডার ক্ষমতাসীন পার্টি লিবারেল পার্টির নতুন প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যাংক অব ক্যানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের এক সময়ের কর্নধার মার্ক কার্নি। রবিবার বিপুল সমর্থন পেয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। সেদিনই সাফ জানিয়ে দেন, বাণিজ্য এবং হকিতে ক্যানাডার সঙ্গে পেরে উঠবে না অ্যামেরিকা। তাই ভুল না করাই শ্রেয়।

পরবর্তী পদক্ষেপ ঠিক করতেও খুব একটা বেশি সময় নেননি মার্ক। পরদিন অর্থাৎ সোমবার অটোয়ায় বিদায়ি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে লম্বা সময় বৈঠক করেছেন। এরপর সাংবাদিকদের জানান, কঠিন সময় পার করছে ক্যানাডা, তাই অ্যামেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। কার্নি বলেন, খুব দ্রুত ক্ষমতার পালাবদল ঘটবে। সেইসঙ্গে ক্যানাডার দায়িত্ব নিয়েই তিনি জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এবং বাণিজ্য যুদ্ধ উত্তরণে জোরালো পদক্ষেপ ঘোষণা করবেন। এদিকে ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলির আশা প্রকাশ করেছেন, কার্নি ক্ষমতায় গিয়ে অ্যামেরিকাকে কঠিন বার্তা দেবেন। কারণ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শক্তিমানকে সমীহ করেন।

ব্যাংকিংখাতে পরীক্ষিত অর্থনীতিবিদের ওপর দেশটির সাধারসাধারণ মানুষও বেশ আশাবাদী। তারা বলছেন, অর্থনীতিতে সমৃদ্ধ অতীত আছে কার্নির। ক্যানাডার ক্রান্তিকাল অতিক্রমে তাঁর নেতৃত্ব কাজে দেবে। অন্যদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে অ্যামেরিকার তিনটি স্টেইটে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেবেন তিনি। এর আগে নিজ রাজ্য থেকে মিশিগান,মিনেসোটা এবং নিউ ইয়র্কে সরবরাহ করা বিদ্যুতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ধার্য করেন ফোর্ড। (প্যাকেজ)

ডাগ জানান তিনটি স্টেইট দেড় মিলিয়নেরও বেশি বাসিন্দার বিষয়ে তাঁর সহানুভূতি আছে। কেননা এই বাণিজ্য যুদ্ধ তারা শুরু করেনি। এজন্য ট্রাম্পকে দায়ি করেন তিনি। বলেন, দেড় মিলিয়ন অ্যামেরিকার বাড়ি এবং ব্যবসা-বাণিজ্য অন্টারিওর বিদ্যুতে চলে।তাই এতে শ্রমজীবী অ্যামেরিকানদের ঘারে অতিরিক্ত একশো ডলারের বোঝা চাপবে। ওদিকে ইউরোপিয়ান ট্রেড কমিশনার মারোস সেফকোভিচ জানিয়েছেন, স্টিল এবং অ্যালুমিনিয়ামের সব পণ্যে শুল্কারোপের ঘোষণা থেকে সরে আসার কোন আগ্রহ নেই ওয়াশিংটনের। মারোস বলেন,এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার পারস্পরিক বাণিজ্যে উভয় পক্ষকে আরো সাবধান হওয়াউচিত।তাই ইউরোপ সংকট সমাধানে আলোচনায় রাজি আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ