প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ডেস্ক রিপোর্ট: উত্তর ভারতীয় পদ এটি। বিশেষ করে পাঞ্জাবের ধাবাগুলোতে নির্দিষ্ট পদ্ধতিতে যে ডিমের কারি তৈরি করা হয়, তাকেই বলে ধাবা স্টাইলের ডিমের তরকারি। ঝাল ও মসলাদার এই পদটি খেতে ভীষণ সুস্বাদু। খিচুড়ি, ভাত কিংবা রুটি দিয়ে
খেতে পারেন ডিমের এই কারি। জেনে নিন রেসিপি।স্পেশাল পেস্টের জন্য যা যা লাগবে-
টমেটো- ৪টি (মাঝারি)
আদা (খোসা ছাড়ানো এবং কাটা)- ১ ইঞ্চি
কাঁচা মরিচ- ৩টি
সরিষার তেল- ১ টেবিল চামচ
ধনেপাতার ডাঁটা- ১ টেবিল চামচ
ফেটিয়ে নেওয়া দই- ১/৪ কাপ
লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
আদা-রসুনের পেস্ট তৈরি করতে যা যা লাগবে-
কাঁচা মরিচ- ২টি
রসুনের কোয়া- ৮-১০টি
আদা (খোসা ছাড়ানো)- আধা ইঞ্চি
আরও যা যা লাগবে
ডিম- ১০টি
পেঁয়াজ- ৪টি
আস্ত জিরা- দেড় চা চামচ
টমেটো- ১টি মাঝারি
ক্যাপসিকাম- অর্ধেকটি
কাসুরি মেথি- দেড় চা চামচ
ধনে পাতা কুচি
ডিমের কুসুম- ১টি
সরিষার তেল
আস্ত ধনিয়া- দেড় টেবিল চামচ
ছোট এলাচ- ৪-৫টি
আস্ত গোলমরিচ- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
যেভাবে রান্না করবেন
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটি পাত্রে টমেটো কুচি, আদা কুচি, কাঁচা মরিচ,তেল, ধনেপাতার ডাঁটা, দই, লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ভালো করে মেশান।ব্লেন্ডারে সমস্ত উপকরণ দিয়ে মিহি পেস্ট তৈরি করে আলাদা করে রেখে দিন।আদা, রসুন এবং কাঁচা মরিচ ভালো করে থেঁতো করে নিন। খুব মিহি করে বাটার দরকার নেই। আস্ত ধনিয়া, ছোট এলাচ, গোলমরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে মিহি করে ব্লেন্ড করে গুঁড়া মসলা তৈরি করে নিন। পেঁয়াজ যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিন।প্যানে বেশ খানিকটা সরিষার তেল গরম করে জিরা ফোঁড়ন দিন। সুগন্ধ বের হলে আদা,রসুন, মরিচ বাটা এবং মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। ভাজা হয়ে গেলে বিশেষ মসলার পেস্ট দিয়ে কষাতে থাকুন। যতক্ষণ না মসলা ঘন হয়ে শুকিয়ে তার থেকে তেল বের হচ্ছে, ততক্ষণ কষাতে থাকুন। মসলা থেকে তেল বের হতে শুরু করলে তাতে স্পেশাল গুঁড়া মসলা দিয়ে আবার কষান। কাঁচা গন্ধ চলে পানি দিয়ে দিন।অন্য একটি পাত্রে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ ডিম ভেজে নিন। টমেটো এবং ক্যাপসিকাম ডাইস করে কেটে গ্রেভিতে দিয়ে দিন। কাসুমি মেথি দিয়ে নেড়ে নিন। ভালো মতো ফুটে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে কষাতে থাকুন। উপরে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি।এবার উপর থেকেই একটি সেদ্ধ কুসুম ভেঙে ছড়িয়ে দিন। পরিবেশন করুন গরম গরম।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest