ইমরানুর কি তা পারবেন

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

ইমরানুর কি তা পারবেন

ডেস্ক রিপোর্ট: গত বছর ১৩ ফেব্রুয়ারি কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস
চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিলেন ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে
সবাইকে চমকে দিয়েছিলেন। এক বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই মাহেন্দ্রক্ষণ
সামনে। এবার মুকুট ধরে রাখার মিশন।

১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি ইরানের তেহরানে ইনডোর চ্যাম্পিয়নশিপের ১১তম
আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ থেকে যাচ্ছেন ৫ অ্যাথলেট। তবে সবার দৃষ্টি লন্ডনে
জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ইমরানুর রহমানের দিকে। গতবার ক্যারিয়ার সেরা ৬.৫৯
সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জিতেছিলেন। এবার কী হবে?

ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে শত মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রেখে নিজের সরব উপস্থিতি
জানান দিয়েছেন ইমরানুর। তেহরান যাওয়ার আগে আর্মি স্টেডিয়ামে নিবিড় অনুশীলনও
করেছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়বেন ইমরানুর। তার আগে বাংলা ট্রিবিউনকে আশাবাদী
কথা শুনিয়েছেন দ্রুততম মানব, ‘আমি ভালো অবস্থানে আছি। তেহরানের চ্যাম্পিয়নশিপে
অংশ নেওয়ার জন্য প্রস্তুত আমি। তবে আমার জন্য তা অনেক চ্যালেঞ্জিং। কেননা
এর আগে কেউই দ্বিতীয়বার সোনার পদক জিতেতে পারেনি। তবে আমি অবশ্যই আবারও
পদক জিততে চাই। তা সহজ হবে না। সর্বোচ্চ চেষ্টা করবো। এশিয়ার বড় বড়
অ্যাথলেটরা থাকবে। আমাকে বেশ সাবধানী থাকতে হবে। সেখানেই এখন আমার সব
দৃষ্টি।’

শুধু ইমরানুর নন, জহির কিংবা শিরিনসহ অন্যরাও নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে
টাইমিং উন্নতি করে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে তেহরান যাচ্ছেন।