বিমান ঘুরিয়ে ফেললেন পাইলট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

বিমান ঘুরিয়ে ফেললেন পাইলট

কানাডার অফিস: মাঝ আকাশে প্লেনের মধ্য়েই এক কিশোর তার
পরিবারের অন্য় সদস্যদের উপর হামলা চালায় বলে অভিযোগ। আর
তারপরই প্লেনটিকে ঘুরিয়ে দেওয়া হয়। রয়াল কানাডিয়ান মাউন্টেড
পুলিশ সূত্রে খবর, এয়ার কানাডা ফ্লাইট ১৩৭ টরেন্টো থেকে
কালগেরি যাচ্ছিল। সেই সময় প্লেনের মধ্য়ে এই কাণ্ড।
ইউএসএস টুডে সূত্রে খবর, উইনিপেগ রিচার্ডসন আন্তর্জাতিক
বিমানবন্দরে ১২.২০ নাগাদ একটা খবর আসে যে একটা বিমান ফিরে
আসছে। কারণ বিমানের ভেতর এক যাত্রী অন্য়দের আহত করেছে।

এদিকে পুলিশি তদন্তে দেখা যায়, ১৬ বছর বয়সি এক কিশোর
বিমানের মধ্য়েই এক ব্যক্তিকে আঘাত করে। পরে জানা যায় ওই
ব্যক্তি ওই কিশোরের পরিবারেরই সদস্য।

পুলিশ জানিয়েছে, বিমানসংস্থার কর্মীরা ও যাত্রীরা ওই কিশোরকে
আটকানোর সবরকম চেষ্টা করেন। কিন্তু তাকে শেষ পর্যন্ত
আটকানো যায়নি।

এদিকে ঘটনার পরেই কালগারির দিকে যে বিমানটা যাচ্ছিল সেটাকে
উইনিপেগ বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। পরে ওই বিমানযাত্রীকে
আটক করা হয়।