ওয়েবসাইটে বিক্রি করতেন কানাডার শিক্ষক

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

ওয়েবসাইটে বিক্রি করতেন কানাডার শিক্ষক

কানাডা অফিস: ব্যক্তিগত ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষার্থীদের
তৈরি প্রায় ১০০টি শিল্পকর্ম বিক্রি করার অভিযোগে
অভিভাবকদের রোষের মুখে পড়েছেন এক কানাডিয়ান শিক্ষক। খবর
গার্ডিয়ানের। কানাডার মন্ট্রিয়েলের ওয়েস্টউড জুনিয়র হাই
স্কুলের শিক্ষার্থীরা তাদের আর্ট শিক্ষক মারিও পেরনের
ওয়েবসাইটে বিষয়টি প্রথম লক্ষ করে। ওয়েবসাইটে শিক্ষার্থীরা
কফি মগ, মোবাইল ফোন কেস এবং জামাকাপড়ের ওপর তাদের
নিজস্ব আর্ট দেখতে পায়।

জোয়েল ডিবেলেফিউইল নামের এক অভিভাবক সামাজিক
যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেন, "ভেবে দেখুন, আপনার ১৩
বছর বয়সী ছেলে স্কুল থেকে বাড়ি এসে বলল যে, তার আর্ট শিক্ষক
তাদের জানানো ছাড়া, তাদেরই প্রতিটি আর্ট ৯৪ ডলার করে বিক্রি
করছেন! এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি নিশ্চিত যে, আমিই
একমাত্র অভিভাবক নই যে এর উত্তর চায়।"
ওই শিক্ষক অভিভাবকের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেননি।
তার ওয়েবসাইটে নিজেকে "শিল্পের আজীবন শিক্ষার্থী" হিসেবে
উল্লেখ করেছেন তিনি। তার কাজগুলো কানাডা, মার্কিন
যুক্তরাষ্ট্র, স্পেন এবং ইতালির ব্যক্তিগত সংগ্রহশালায়
প্রদর্শিত হয়৷