প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
লন্ডন অফিস: পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনকারী চার
চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে
যুক্তরাজ্য। খবর দ্য গার্ডিয়ানের
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, আজকের
নিষেধাজ্ঞা মানবাধিকারের সবচেয়ে ভয়াবহ লঙ্ঘনের সঙ্গে জড়িতদের উপর বিধিনিষেধ
আরোপ করেছে। এখানে কী ঘটছে সে সম্পর্কে আমাদের পরিষ্কার হওয়া উচিত।
তিনি বলেন, চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীরা প্রায়ই বন্দুকের নলের মুখে
ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছে এবং তাদের প্রাপ্য ভূমি থেকে তাদের বিতাড়িত করছে। এ
আচরণ বেআইনি এবং অগ্রহণযোগ্য।
ক্যামেরন বলেন, ইসরাইলকে অবশ্যই আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সহিংসতা
বন্ধ করতে হবে। চরমপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের
লক্ষ্যবস্তু আক্রমণ করে ইসরাইলি ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা
বিঘ্নিত করছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest