ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪

ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে

ডেস্ক রিপোর্ট: গল্প, নির্মাণ এবং নাম; সবেতেই বৈচিত্র্যের ছাপ রেখে
চলেছেন নির্মাতা ভিকি জাহেদ। এই যেমন তার নতুন ওয়েব সিরিজের নাম
‘আরারাত’। এই শব্দটির সঙ্গে মানুষের পরিচয়ও খুব একটা নেই, অর্থ জানা
তো দূরের বিষয়। কারণ নামটি দেশের নয়, দূর তুরস্কের। সেই দেশের
সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ‘আরারাত’।
প্রশ্ন উঠতে পারে, তুরস্কের পাহাড়ের নাম কেন ঢাকার ওয়েব সিরিজে? সেই
রহস্য এখনই খোলাসা করতে চান না নির্মাতা কিংবা সংশ্লিষ্ট কেউ।
জানালেন, সিরিজের শেষ পর্যন্ত দেখলে দর্শক সহজেই তা বুঝে যাবেন।
ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাচ্ছে ওটিটি
প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।

সম্প্রতি ‘আরারাত’র ট্রেলার প্রকাশ হয়েছে। যেটা দেখে এর গল্প সম্পর্কে
তেমন কিছুই আঁচ করতে পারছে না দর্শক। পুরোটাই রহস্যের চাদরে মুড়ে
রেখেছেন নির্মাতা। কেউ কেউ অনুমান করছেন, এটি হয়ত তার আলোচিত
সিরিজ ‘দ্য সাইলেন্স’র সিক্যুয়েল। তবে সেটাও পরিষ্কার করছেন না
সংশ্লিষ্টরা।

ভিকি জাহেদ শুধু এটুকু বললেন, “এটি লাভ স্টোরি। তবে আর দশটা
ভালোবাসার মতো গল্পের মতো এটি না। ভালোবাসার পাশাপাশি গল্পটা
প্রতারণারও। ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে, সবাই কি সহ্য করতে
পারে? এসব উত্তর নিয়েই সাজানো সিরিজটি। তবে এটা ‘দ্য সাইলেন্স’র
পরবর্তী কিস্তি কিনা, তা দর্শক দেখার পরই বুঝতে পারবে।”