রমজানে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না: জিএম কাদের

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

রমজানে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রমজান মাসে
নিত্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ সরকার এখন পর্যন্ত যে
কয়েক দফা পদক্ষেপ নিয়েছে তার কোনোটাই তারা কার্যকর করতে পারেনি। তারা যে
পদক্ষেপ নিচ্ছে সেগুলো সঠিক হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন (বাস্তবায়ন) পর্যায়ে তারা
সম্পূর্ণ ব্যর্থ।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে
মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় এসে
সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশন আহ্বানকে অবৈধ
আখ্যায়িত করে জি এম কাদের বলেন, ‘শুধু কাউন্সিল করা হলে আইনগতভাবে কাউন্সিল
বলা যায় না। এ জন্য তৃণমূল থেকে জেলা পর্যায়ে প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের নিয়ে
কাউন্সিল করতে হবে। প্রতিটি জেলা উপজেলায় দলের কার্যালয় থাকতে হবে। তাহলেই
কাউন্সিল গ্রহণযোগ্যতা পায়। রওশন এরশাদের ডাকা কাউন্সিল নিয়ে আমরা খুব
একটা মাথা ঘামাচ্ছি না। এটাকে আমলেই নিচ্ছি না।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির কোনও অংশ নেই। তবে এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যে
কেউ দল করতে পারে। এর আগে আনোয়ার হোসেন মঞ্জু ও নাজিউর রহমান মঞ্জুরাও
চেষ্টা করেছিলেন- সফল হয়নি। মূলধারার বাইরে গেলে কোনও লাভ হয় না। এবার যারা
কাউন্সিল অধিবেশন ডেকেছেন তাদের সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। তারা
অনেক আগে দলে ছিল। তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ