অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব

ডেস্ক রিপোর্ট: চিত্রনায়ক নিরবকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে
‘ক্যাসিনো’ সিনেমায়। যেটা মুক্তি পেয়েছিল গেলো বছরের ঈদুল আজহায়।
সৈকত নাসির নির্মিত এই ছবিতে তার নায়িকা শবনম বুবলী। এবার অপু
বিশ্বাসের সঙ্গে পর্দায় হাজির হচ্ছেন এই নায়ক। বন্ধন বিশ্বাস নির্মিত
‘ছায়াবৃক্ষ’ নামের ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি, ভালোবাসা
দিবস কিংবা বসন্ত উপলক্ষে।
মুক্তি সামনে রেখে প্রচারণায় নেমেছেন ‘ছায়াবৃক্ষ’র সংশ্লিষ্টরা। শুক্রবার
(৯ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। সেখানে নিরব
জানান, মডেলিং থেকে সিনেমায় আসার পর প্রথম যে দিন ক্যামেরার সামনে
দাঁড়িয়েছিলেন, সেটা ছিল অপু বিশ্বাসের সঙ্গে। নিরব বলেন, “আমার জীবনের
প্রথম ছবি শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’। মডেলিং থেকে
সিনেমায় এসে প্রথম যে দিন শুটিং করেছিলাম, আমার মনে আছে, জায়গাটা
ছিল ওয়ান্ডারল্যান্ডে এবং আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। কারণ প্রথম
শট ছিল গানের, সেটাও আবার অপু বিশ্বাসের সঙ্গে! তার মতো সুপারস্টার
নায়িকা, ওই সময়ে তার সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক টেনশনের
ব্যাপার ছিল।

কথার ফাঁকে শাকিব খানকেও স্মরণ করেন নিরব। সেটা এভাবে, ‘প্রথম ছবি
করতে যিনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন, তিনি শাকিব খান। ওই
দিন (অপুর সঙ্গে) শুটিংয়ে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা, আর
এরপর তার সঙ্গে দীর্ঘ ৬-৭ ঘণ্টার একটা আড্ডা হয়েছিল। সে দিন থেকে
তার আরও বেশি ভক্ত হয়ে গিয়েছিলাম।