মায়ের যে উপদেশ পাল্টে দেয় এ আর রহমানের জীবনদর্শন

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

মায়ের যে উপদেশ পাল্টে দেয় এ আর রহমানের জীবনদর্শন

বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান ক্যারিয়ারে পেয়েছেন একাধিক সম্মাননা, পুরস্কার। তবুও বেশ কয়েকবার আত্মহত্যার ভাবনা এসেছে তাঁর মাথায়। কিন্তু কি কারণে তিনি সেসময় নিজেকে শেষ করতে চেয়েছেন, কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই প্রকাশ্যে আনলেন। জানালেন সে পরিস্থিতি থেকে বেরোতে তাঁর মা তাঁকে ভীষণভাবে সাহায্য করেছিলেন।

সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান। সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে সেসময় তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো। তখন আমার মা আমাকে বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধ হয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।’

এ আর রহমান এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার পরামর্শ দেন। সেই বিষয়ে গায়ক বলেন, ‘তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম। কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।’

এ আর রহমান আরও জানান, ‘অনেক সময় মনে হয় যে জীবন একঘেয়ে হয়ে গেছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।’