ভোটের দিনও গণপরিবহন, প্রাইভেট কার চলবে: জননিরাপত্তা সচিব

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

ভোটের দিনও গণপরিবহন, প্রাইভেট কার চলবে: জননিরাপত্তা সচিব

অনলাইন ডেস্ক:

ভোটের দিনসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণপরিবহন, প্রাইভেট কারসহ বেশ কিছু যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান। যানবাহন চলাচলের ওপর আগের নিষেধাজ্ঞা শিথিল করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার ( ০২ জানুয়ারি ) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে জননিরাপত্তা সচিব এ সিদ্ধান্ত জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সার্কুলারটি শিথিল করা হয়েছে।

এর কারণ ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যে সমস্ত যানবাহন মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে অ্যালাও করা হয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘রেগুলার রুটের বাস’ ও ‘পাবলিক সার্ভিস বাস’ চলাচল করবে বলে জানিয়ে সচিব বলেন, ‘এটার সার্কুলার হয়তো পেয়ে যাবেন এবং প্রাইভেট কার অ্যালাউড, সিএনজিচালিত অটোরিকশা অ্যালাউড। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং আরো কিছু যানবাহনের ও নিষেধাজ্ঞা থাকবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ