প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
নিউজ ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদসহ ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাইয়ের শেষ দিনে আজ সোমবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অবশ্য শাম্মীর প্রতিদ্বন্দ্বি একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ জন হচ্ছেন বরিশাল-১ আসনের জাকের পার্টির এমপি প্রার্থী মো. রিয়াজ মোর্শেদ জামান খান, বরিশাল-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের মো. মিরাজ খান, জাতীয় পার্টি-জেপির ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান, বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলম, স্বতন্ত্র মো. জাকির খান সাগর, মো. শাহরিয়ার মিয়া, নুরে আলম সিকদার এবং বাংরাদেশ কংগ্রেসের মো. হুমায়ুন কবির।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, দৈত নাগরিক হওয়ায় যাচাই বাছাই শেষে বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি অস্ট্রলিয়ারও নাগরিক বলে জানা গেছে। তবে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথের কর ফাঁকির অভিযোগ প্রমানিত না হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
এ ছাড়া বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলম ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সামুশুল আলম বাকেরগঞ্জের সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি ওই উপজেলার আওয়ামী লীগের সভাপতি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest