প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
বিনোদন ডেস্ক:
সিনেমার পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন শাকিব খান। এবার তিনি আলোচনায় এসেছেন বুবলীকে নিয়ে কথা বলে। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, তাঁর জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই। বুবলীকে নিয়ে কথা বলতে লজ্জাবোধ করেন তিনি। এমন কথা শুনে ছেড়ে দেননি বুবলীও। নাম উল্লেখ না করে আজ সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, আলোচনায় থাকার জন্যই নায়ক ও তাঁর গ্যাং বারাবার ব্যাবহার করছেন তাঁর নাম।
গত মাসে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে এমন খবর জানান তাপসের স্ত্রী ও গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি। যদিও পরবর্তী সময়ে মুন্নি জানান, অন্য কেউ তাঁর ফেসবুক হ্যাক করে এমনটা লিখেছে। এর কয়েকদিন পর মুন্নির একটি কল রেকর্ড ফাঁস হয়। ফাঁস হওয়া সেই রেকর্ডের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।
তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতের বারাণসিতে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেই তিনি শুনেছেন এসব ঘটনা। সে সময় মুখ খোলেননি এসব নিয়ে। দেশে ফিরে গত রোববর একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে মুঠোফোনে এ নিয়ে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব।’
এমন ঘটনার পর মুন্নি তাঁকে ফোন করেছেন বলেও জানান শাকিব। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা বলতে চান না এই নায়ক। শাকিবের ভাষ্য মতে, এর আগেও বুবলী অন্য অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সে সময় তাঁর অপরাধ নিজের ঘাড়ে নিয়েছেন শাকিব। তই তা প্রকাশ পায়নি। বুবলী সম্পর্কে শাকিব আরও বলেন, ‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতে চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব!’
শাকিবের এমন মন্তব্যের জবাবে ছেড়ে কথা বলেননি বুবলী। আজ সকালে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই “ভুয়া গুজব’’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। চালিয়ে যান।’
কারও নাম উল্লেখ না করলেও এই পোস্ট যে শাকিব খানকে ইঙ্গিত করেই বুবলী লিখেছেন তা ঠিকই বুঝে নিয়েছেন নেটিজেনরা।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের বাবা-মা হন তাঁরা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর থেকেই স্পষ্ট হয় দুজনের রেষারেষি। একদিকে শাকিব বলছেন, তাঁর জীবনে বুবলী এখন অতীত। অন্যদিকে বুবলীর দাবি, তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest