গণতন্ত্রের স্বার্থে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: মেজর হাফিজ

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

গণতন্ত্রের স্বার্থে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: মেজর হাফিজ

নিউজ ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজার পাশাপাশি গণতন্ত্রের স্বার্থে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

অন্য দলে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যে বুধবার ( ০৮ নভেম্বর ) সকালে রাজধানীর বনানীর বাসায় এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ারও কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। বিএনপিতে অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছে। তারা প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতার কারণে এটি (দাবি আদায়) সম্ভব হয়নি। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ওপর জোর না দিয়ে এখন বিকল্প সমাধান খোঁজা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সুষ্ঠু নির্বাচনের খাতিরে, গণতন্ত্রের স্বার্থে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতা পেলে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত।’

অন্য দলে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। বিএনপির সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।’

শিগগিরই বিদেশে যাবেন জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, রাজনীতি করার মতো শারীরিক সামর্থ্যও আমার নেই। এলাকাবাসীর মতামত নিয়ে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব।’

বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের তদারকির আহ্বানও জানান দলটির জ্যেষ্ঠ এই নেতা।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানাব, আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে থাকে। আমরা আগামী দিনে জাতিসংঘের তদারকিতে নির্বাচন দেখতে চাই।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকেও মাঠে চান হাফিজ। তিনি বলেন, ‘আমি কামনা করি আগামী নির্বাচনে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে মাঠে থাকবে। তারা প্রতিটি ভোটকেন্দ্রে টহল দেবে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে না। ম্যাজিস্ট্রেটের অনুরোধের অপেক্ষায় থাকবে না। তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে।’