প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
নিউজ ডেস্ক: নাশকতার মামলায় বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।
দণ্ডিত অপর আসামিরা হলেন-মান্নান মোল্লা, কামরুজ্জামান স্বপন, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, শাকিল আহমেদ, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী।
দণ্ডিত ১১ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
অপর ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আতিকুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়ার ৭ টার দিকে মধ্য বাড্ডা প্রগতি সরনিস্থ আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি বাসে আগুন দেন।
এ ঘটনায় ওইদিনই বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর রহমত আলী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার সাব-ইন্সপেক্টর ওবায়দুল ইসলাম ২০১৪ সালের ২০ এপ্রিল ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest