আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমানের বৈঠক

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমানের বৈঠক

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান, এমপি, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি মিজ উজরা জেয়ার সঙ্গে গত শুক্রবার ( ২৭ অক্টোবর ) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বৈঠক করেন।খবর বাপসনিঊজ ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা বৈঠকে আলোচনা করেন।

উপদেষ্টা সালমান এফ রহমান এবং আন্ডার সেক্রেটারি ঊজরা জেয়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন নিয়েও আলোচনা করেন।

উজরা জেয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

নির্বাচন ইস্যুতে উভয়ই মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। উপদেষ্টা সালমান এফ রহমান আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিজ আফরিন আক্তার এবং বাংলাদেশ দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Hakikul Islam Khokan,Senior Correspondedt:Mr. Salman F. Rahman, MP, the Prime Minister’s Adviser for Private Industry and Investment, held a meeting with Ms. Uzra Zeya, the US Under Secretary for Civilian Security, Democracy, and Human Rights, held a meeting on Friday (27 October) at the US Department of State in Washington DC.

They discussed a wide range of bilateral issues including further enhancing the existing excellent economic partnership between Bangladesh and the USA.

Adviser Rahman and Under Secretary Zeya also discussed recent conflicts in the Middle East, Rohingya issue and Bangladesh’s election.

Uzra Zeya praised Bangladesh’s generosity for hosting over 1.2 million Rohingya population and assured continued US support for them.

On the election issue, both acknowledged that in democracy, the only means to changing the government is through elections. Adviser Rahman reiterated Hon’ble Prime Minister Sheikh Hasina’s firm commitment to ensure that the upcoming elections are held in a free, fair and peaceful manner.

Under Secretary Zeya reaffirmed that the US does not support any particular political party, instead is keen to see the continuation of democracy in Bangladesh.

Bangladesh Ambassador to the USA Mr. Muhammad Imran, Deputy Assistant Secretary of State for South and Central Asian Affairs Ms. Afreen Akhter and senior officials of Bangladesh Embassy and US State Department were present at the meeting.