প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪
নিউইয়র্কে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই জন্য বিভিন্ন সরকারী অফিস, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে নানা প্রস্তুতি।অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশন, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, বিভক্ত জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকা’র দুই গ্রুপ, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) প্রভৃতি সংগঠন একুশ পালনের কর্মসূচী গ্রহণ করেছে।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে রাত ১২টা উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএস এর অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১২টা উডসাইডের কুইন্স প্যালেসে।
বাঙালীর চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন যৌথভাবে বরাবরের মতো এবছরও জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী গ্রহণ করেছে। এবারের অয়োজন হবে ৩৩তম। একুশের প্রথম প্রহরে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট সময় হিসেবে নিউইয়র্কে ২০ ফেব্রুয়ারি বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কমূসূচী শুরু হবে বলে আয়োজক বিশ্বজিৎ সাহা জানান।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest