ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকার ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ফুটপাত থেকে সাদা ব্যাগে লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ