নিজ ঘরে সস্ত্রীক খুন খ্যাতনামা ইরানি নির্মাতা

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

নিজ ঘরে সস্ত্রীক খুন খ্যাতনামা ইরানি নির্মাতা

বিনোদন ডেস্ক: সস্ত্রীক খুন হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা দারিয়ুশ মেহরজুই। রাজধানী তেহরানের থেকে ৩০ কিলোমিটার দূরে করজ নামক স্থানে ১৪ অক্টোবর খুন করা হয় ৮৩ বছর বয়সী পরিচালক ও তাঁর স্ত্রী ভাহিদেহ মোহাম্মাদিফার।

দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খুনির পরিচয় জানা যায়নি। এর নেপথ্যে কে বা কারা রয়েছেন, সেই রহস্য উদ্‌ঘাটন করতে শুরু হয়েছে তদন্ত।

এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহরজুই এবং তাঁর স্ত্রীকে এক অজ্ঞাত হামলাকারী তাঁদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেছে। এছাড়াও সংবাদমাধ্যমটি ইরানি সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরান সরকারের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানিয়েছেন নির্মাতা দারিয়ুশ এবং তাঁর স্ত্রী ভাহিদেহর গলায় ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইরানের সত্তর দশকের উল্লেখযোগ্য পরিচালকের একজন মেহরজুই। দেশটির ছবিতে বাস্তববাদের অবতারণা করেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে মেহরজুই অন্যতম। এ জন্য বারবার বিপাকেও পড়তে হয়েছে তাঁকে। আশির দশকে ইরানে বিপ্লবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মেহরজুই। দেশে নতুন সরকার গঠনের পরে শিল্প ও শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হলেও পরের দিকে পরিস্থিতি বদলে যায়।

আশির দশকের গোড়ার দিকে ইরান ছেড়ে প্যারিসে গিয়ে থাকতে শুরু করেছিলেন নির্মিতা। ফ্রান্সে ইরানি উদ্বাস্তুদের সঙ্গেও জীবনযাপন করেছেন তিনি। বানিয়েছিলেন তথ্যচিত্র। কয়েক বছর পরে অবশ্য দেশে ফিরে আসেন মেহরজুই। তাঁর পরিচালিত ছবির মধ্যে অন্যতম ‘হামুন’। এছাড়াও মেহরজুইয়ের বানানো সেরা ছবির তালিকায় রয়েছে—‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’।