প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তবে এ সাফল্য একদিনে আসেনি, সাফল্য অর্জনের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্মরণ করেছেন তাঁর ও পরিবারের জীবনযুদ্ধের কথা।
এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমার দিল্লির চাঁদনি চকে তাঁর জীবনের প্রথম দিনগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘চাঁদনি চকের একই বাড়িতে আমরা ২৪ জন থাকতাম। তখন আমরা সবাই একই ঘরে ঘুমাতাম। সকালে শরীরচর্চার জন্য আমরা সবাই একে অপরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতাম।’
অক্ষয় এরপর তাঁর পরিবারের নয়াদিল্লি থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ার স্মৃতিচারণ করেন। তখন ১০০ রুপির ভাড়া বাসায় মুম্বাইয়ের সাইন কোলিওয়াড়া এলাকায় তাঁর পরিবার বসবাস করত। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরের শপথ করে বলছি, এমন একটি দিনও ছিল না যেদিন আমরা হাসতাম না। এখন আমাদের সামর্থ্য আছে, এরপরও মাঝে মাঝে আমরা দুঃখ পাই। কিন্তু তখন দুঃখের কিছু ছিল না, কষ্টের মধ্যেও আমরা খুশি ছিলাম।’
অক্ষয় কুমার আরও বলেন যে তাঁর পরিবার সিনেমা দেখার জন্য শনিবার একবেলা খাবার না খেয়ে থাকত। তাঁর কথায়, ‘টিকিটের টাকা বাঁচাতে আমরা সকালে খাবার খেতাম না।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। সিনেমাটির মাধ্যমে আবারও বক্স অফিসে ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। গত আগস্টে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ বক্স অফিসে সাফল্য পেলেও, মিশন রানিগঞ্জের ক্ষেত্রে তেমনটা হলো না। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁর আর পরিণীতি চোপড়া-র সিনেমার গায়ে সেঁটে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা।
মুক্তির দিনে ২.৮ কোটি আয় দিয়ে শুরু করে গত ৬ দিনে ভারতের বাজার থেকে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৯০ কোটি রুপি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest