প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
বিনোদন ডেস্ক: বেশি কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরীমনির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল। এরপর গত আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীদের সবচেয়ে এগিয়ে থাকা নামটি হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনিকে টপকে নিয়ে এগিয়ে যান সাকিব। পরীমনির খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে। কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ক্লাবে পৌঁছে গেছে। এত দিন সাকিবের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ছিল, আজ বুধবার থেকে একই পরিমাণ অনুসারী পরীমনিরও। আজ দুজনের ফেসবুক পেজ থেকে তেমনটাই জানা গেছে।
১৬ মিলিয়ন অনুসারীর সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে অনুসরণ করা হয়। প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি। অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমনির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমনি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম।
কয়েক মাস আগে বাংলাদেশিদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সর্বোচ্চ অনুসারী নিয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে তখন পেছনে ফেলেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও ক্রিকেটার মুশফিকুর রহিমকে।
ক্রিকেট মাঠে সাকিবের কীর্তির গল্প বলে শেষ করা যাবে না। প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাড়িয়ে গেছেন তিনি। ক্রিকেটে নিত্যনতুন অধ্যায়ের পাশাপাশি কয়েক বছর ধরে ক্রিকেটের বাইরে কিছু ঘটনায় সাকিব আল হাসান আলোচনায় থাকেন। অন্যদিকে চলচ্চিত্রেও পরীমনি বেশ আলোচিত একটি নাম। তবে ৯ বছরের অভিনয়জীবনে চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরের নানা কর্মকাণ্ডে তিনি বেশি আলোচিত। তাঁর অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত কোনোটি হিট-সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি। তবে প্রতিটি সিনেমা মুক্তির সময়ে আলোচনায় ছিলেন পরীমনি।
১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ অনুসারীর সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে কখনো বিনোদনমূলক, কখনো আবার বাণিজ্যিক বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট করে তুমুল সাড়া ফেলেন মিস্টার সেভেন্টি ফাইভ। আর ভক্তরা তো মুখিয়ে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডারের এসব পোস্টের অপেক্ষায়।
অন্যদিকে পরীমনিও তাঁর বিভিন্ন সময়ের ছবি, অনুভূতি এবং কাজের খবরাখবর প্রকাশ করে পেজটির মধ্য দিয়ে ভক্ত ও অনুসারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলছেন। ফেসবুক অনুসারীদের মধ্যে সাকিব আল হাসান ও পরীমনি পাশাপাশি থাকলেও বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পরীমনি।
এই মুহূর্তে পরীমনি ‘ডোডোর গল্প’ নামে একটি নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে সাকিব আল হাসান ভারতে চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest