প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
বিনোদন ডেস্ক:
বাধ্যতামূলক সামরিক সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জাংকুক। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েব প্ল্যাটফর্ম ওয়েভার্স। ওয়েভার্সে জাংকুক ঘোষণা করেন যে তিনি ডিসেম্বরে তাঁর বাধ্যতামূলক সামরিক পরিষেবায় চলে যাবেন।
সংগীত জগৎ থেকে সাময়িক বিরতিতে যাওয়ার আগে ভক্তদের জন্য একটি আবেগপূর্ণ চিঠিও লিখেছেন জাংকুক। সকল বিটিএস আর্মিকে তাঁর প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে আরও পরিণত হয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দেন ভক্তদের।
চিঠিতে বিটিএস তারকা জাংকুক লিখেছেন, ‘প্রিয় আর্মি, ইতিমধ্যেই নভেম্বরের শেষ। বাতাস বেশ ঠান্ডা। আপনারা সবাই হয়তো ইতিমধ্যেই অবগত আছেন, তাই আমি আপনাদের একটি ছোট চিঠি লিখছি। ডিসেম্বরে, আমি একটি নতুন যাত্রা শুরু করব। আমি সামরিক বাহিনীতে পরিষেবার জন্য যাচ্ছি। আমি যখন এই সংবাদটি দিচ্ছি, একদিকে আমার হৃদয় যেমন ভারাক্রান্ত হচ্ছে, অন্যদিকে আমাদের আর্মিদের (বিটিএস ভক্তরা) সঙ্গে আমার মনের মূল্যবান স্মৃতিগুলি আমার হৃদয়কে উষ্ণ করে তুলছে।’
এ কোরীয় গায়ক আরও লিখেছেন, ‘আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যে সময় কাটিয়েছি তা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আপনাদের হাসি, সমর্থন, ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। আমার স্বপ্নপূরণে সমর্থন ও নীরবে আমার সঙ্গে পথচলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
বিটিএস তারকা জাংকুক।বিটিএস তারকা জাংকুক। ছবি: ইনস্টাগ্রাম
শেষে এ গায়ক আরও লিখেছেন, ‘সামরিক পরিষেবায় যাওয়ার আগে আপনাদের বলে যেতে চাই, অপেক্ষাটা দীর্ঘ হবে। এক বছর ছয় মাস। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আরও পরিণত হয়ে মঞ্চে ফিরে আসব।’
বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বিটিএস তারকা জাংকুক। নতুন নতুন রেকর্ড গড়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। সম্প্রতি নতুন করে আরেকটি মাইলফলক অর্জন করেছে। তাঁর প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ বিশ্বব্যাপী বিক্রীত হওয়া চার্টে টেলর সুইফটের ‘১৯৮৯’ (টেলরের সংস্করণ) অ্যালবামকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া নেট দুনিয়ায় চলতি বছরের ১৪ জুলাই ‘সেভেন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই রেকর্ড গড়ে।
উল্লেখ্য, আগামী ডিসেম্বরে জাংকুকের সঙ্গে জিমিন, ভি, এবং আরএম তাদের সামরিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে ‘বিগ হিট’ মিউজিক। এর আগে জিন, সুগা এবং জে-হোপ সামরিক বাহিনীতে যোগদান করেছেন। ২০২৫ সালে দল পুনরায় একত্র হওয়ার কথা রয়েছে বিটিএসের।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest