প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
আগামী ৭ নভেম্বর সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ার ছাড়ছেন আরিফুল হক চৌধুর। টানা ২ বারের মেয়র ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি তাঁর মেয়াদের শেষ (সিসিকের ২০২৩-২৪ অর্থবছর) বাজেট উপস্থাপন করেন। আগামী ৮ নভেম্বর দায়িত্ব সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়িত্বগ্রহণের কথা রয়েছে।
এদিকে, নিজের মেয়াদে সিলেট মহানগরে কয়েকটি চত্বর ও গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছেন আরিফুল হক চৌধুরী। সম্প্রতি তাঁর পরিষদের সভায় সেগুলোর নামকরণও করা হয়েছে। সিলেটের গত হওয়া বিভিন্ন গুণী ব্যক্তিদের নামে করা হয়েছে সেগুলোর নামকরণ। বৃহস্পতিবার বাজেট ঘোষণাকালে তিনি বিষয়টি তুলে ধরেন।এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সড়ক যাদের নামে নামকরণ করা হয়েছে সেগুলো হচ্ছে- শাহী ঈদগাহ উঁচা সড়ক ‘আল্লাহ সুবহানাহু তায়ালার ৯৯ নাম’, সিটি পয়েন্টের নাম সাবেক মেয়র বদর উদ্দিন আহমদের নামে ‘কামরান চত্বর’, কোর্ট পয়েন্ট বীর মুক্তিযোদ্ধা ‘ইফতেখার হোসেন শামীম পয়েন্ট’, নাইওরপুল চত্বরের নাম ‘মিশন চত্বর’, আম্বরখানা পয়েন্ট ‘মেয়র আরিফুল হক চৌধুরী চত্বর’, কাজীরবাজার পয়েন্ট ‘জিতু মিয়া পয়েন্ট’, নাইওরপুল মসজিদ সংলগ্ন পয়েন্ট সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে ‘বাবরুল হোসেন বাবুল চত্বর’, কুমারপাড়া মসজিদ সংলগ্ন পয়েন্ট সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে ‘আ ফ ম কামাল চত্বর’, এমসি কলেজ মাঠের পশ্চিম পাশের দক্ষিণ বালুচরের নতুন নির্মিত রাস্তা সাবেক অর্থমন্ত্রীর নামে ‘আবুল মাল আবদুল মুহিত সড়ক’,
সিলেটের চত্বর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নামকরণ যাদের নামে করলেন মেয়র
সিলেটের চত্বর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নামকরণ যাদের নামে করলেন মেয়র আরিফ
আগামী ৭ নভেম্বর সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ার ছাড়ছেন আরিফুল হক চৌধুরী। টানা ২ বারের মেয়র ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি তাঁর মেয়াদের শেষ (সিসিকের ২০২৩-২৪ অর্থবছর) বাজেট উপস্থাপন করেন। আগামী ৮ নভেম্বর দায়িত্ব সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়িত্বগ্রহণের কথা রয়েছে।
এদিকে, নিজের মেয়াদে সিলেট মহানগরে কয়েকটি চত্বর ও গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছেন আরিফুল হক চৌধুরী। সম্প্রতি তাঁর পরিষদের সভায় সেগুলোর নামকরণও করা হয়েছে। সিলেটের গত হওয়া বিভিন্ন গুণী ব্যক্তিদের নামে করা হয়েছে সেগুলোর নামকরণ। বৃহস্পতিবার বাজেট ঘোষণাকালে তিনি বিষয়টি তুলে ধরেন।
মেয়র বলেন- ‘আপনারা দেখেছেন- আমার মেয়াদকালে সিলেট মহানগরীতে কয়েকটি চত্বর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি স্থাপনা এবং চত্বরের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার কর্তৃক জারিকৃত সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-অনুযায়ী নামকরণ প্রস্তাব যাচাই-বাছাই কমিটির সুপারিশ এবং একই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাস টার্মিনাল নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সড়ক যাদের নামে নামকরণ করা হয়েছে সেগুলো হচ্ছে- শাহী ঈদগাহ উঁচা সড়ক ‘আল্লাহ সুবহানাহু তায়ালার ৯৯ নাম’, সিটি পয়েন্টের নাম সাবেক মেয়র বদর উদ্দিন আহমদের নামে ‘কামরান চত্বর’, কোর্ট পয়েন্ট বীর মুক্তিযোদ্ধা ‘ইফতেখার হোসেন শামীম পয়েন্ট’, নাইওরপুল চত্বরের নাম ‘মিশন চত্বর’, আম্বরখানা পয়েন্ট ‘মেয়র আরিফুল হক চৌধুরী চত্বর’, কাজীরবাজার পয়েন্ট ‘জিতু মিয়া পয়েন্ট’, নাইওরপুল মসজিদ সংলগ্ন পয়েন্ট সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে ‘বাবরুল হোসেন বাবুল চত্বর’, কুমারপাড়া মসজিদ সংলগ্ন পয়েন্ট সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে ‘আ ফ ম কামাল চত্বর’, এমসি কলেজ মাঠের পশ্চিম পাশের দক্ষিণ বালুচরের নতুন নির্মিত রাস্তা সাবেক অর্থমন্ত্রীর নামে ‘আবুল মাল আবদুল মুহিত সড়ক’, শাহী ঈদগাহ মিনার সংলগ্ন পয়েন্ট সাবেক কমিশনারের নামে ‘আব্দুল ওয়াদুদ খালেদ পয়েন্ট‘, সিটি কর্পোরেশন নির্মিত টিলাগড় মিনি স্টেডিয়াম সাবেক কমিশনারের নামে ‘সাজ্জাদুর রহমান সাজু স্টেডিয়াম’, সিটি কর্পোরেশন কর্তৃক কুমারপাড়ায় নির্মিত ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালের নাম ‘ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল’, কুমারগাও তেমুখী পয়েন্ট সাবেক অর্থমন্ত্রীর নামে ‘আবুল মাল আবদুল মুহিত চত্বর’, তেলিবাজার চত্বর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নামে ‘এম সাইফুর রহমান চত্বর’, লিংক রোড ‘আব্দুল হামিদ সড়ক’, শেখঘাট থেকে লামাবাজার সড়ক সাবেক মন্ত্রীর নামে ‘দেওয়ান ফরিদ গাজী সড়ক’, দুর্গাকুমার পয়েন্ট থেকে জেলরোড পর্যন্ত ‘শহীদ আলকাছ সড়ক’, চৌহাট্টা পয়েন্ট ‘আব্দুল মজিদ কাপ্তান মিয়া চত্বর’ এবং লালবাজার গলি ‘সাধুবাবু সড়ক’।উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest