ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ”র প্রতিবাদ

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ”র প্রতিবাদ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ”র সভাপতি শাহ্‌ শহিদুল হক সাঈদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং প্রধান সমন্বয়কারী তরিকুল ইসলাম বাদল এক যৌথ বিবৃতিতে বলেন,আমরা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর কার্যকরী কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, নাম ও ঠিকানা বিহীন কিছু ব্যক্তি বা গোষ্ঠী “বাংলাদেশ ডে প্যারেড” এর দীর্ঘদিনের ঐতিহ্য ও মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। একই নাম ব্যবহার করে বাংলাদেশি কমিউনিটিকে বিভক্ত করার উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

উল্লেখ্য, গত বছরের ২৬ মে ২০২৪ ,বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আমেরিকান কারেকশন সোসাইটি, নর্থ আমেরিকান মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় “বাংলাদেশ ডে প্যারেড” উদযাপন করা হয়। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ।

উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এ্যরিক অ্যাডামস, জেবিবি.-এর সভাপতি জনাব গিয়াস আহমেদ, গ্র্যান্ড মার্শাল কমিউনিটি বোর্ড মেম্বার শাহ্‌ নেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, অল কাউন্টি কেয়ারের সিইও আব্দুল কাদের সিআইপি,বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, ডেমোক্র্যাটিক লিডার ড. দিলিপ নাথ, বাপার সভাপতি এরশাদ সিদ্দিকী, নিউইয়র্ক সিটি মেয়রের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আমেরিকান কোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আমেরিকান কারেকশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ নর্থ আমেরিকান মুক্তিযোদ্ধা কম্যান্ডের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, কুইন্স স্ট্রিট অ্যাটর্নি অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স প্রতিনিধি রোকেয়া আক্তার, এবিসিএইস গ্রুপের কর্ণধার তরিকুল ইসলাম বাদল, চট্টগ্রাম সমিতির প্রাক্তন সভাপতি কাজী আজম, বাংলাদেশ আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী, জেবিবি.-এর সাধারণ সম্পাদক তারিক হাসান খান, প্রখ্যাত চিত্রনায়িকা মৌসুমিসহ আরও অনেকে।বাংলাদেশ ডে প্যারেড” এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ নার্গিস রহমান, শামসুন নাহার, শেখ ফরিদা ইয়াসমিন, প্রকৌশলী আব্দুস সোবহান, জাহাঙ্গীর আলম জয়, শাহদাৎ হোসেন, মোহাম্মদী সেন্টারেরকাজী কাইউম, ফায়াদ সোলাইমানসহ আরও অনেকে।

এই মহতী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হাজারো দর্শকের করতালির মাধ্যমে শুরু হয়, যেখানে বাংলাদেশের মহান জাতীয় সংগীত পরিবেশিত হয়। চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের নেতৃত্বে একটি টিম ট্রাকের মাধ্যমে এই আয়োজন ভিডিও ধারণ করে। এছাড়া, বহ্নিশিখা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ দেশাত্মবোধক গান পরিবেশন করে “বাংলাদেশ ডে প্যারেড” কে সাফল্যমণ্ডিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এ্যরিক অ্যাডামস, স্টেট সিনেটর জেসিকা রামোস এবং কুইন্স বোরো ডেপুটি প্রেসিডেন্ট ইবনি ইয়াং।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ ডে প্যারেডের সভাপতি শাহ্‌ শহিদুল হক সাঈদ সকল সরকারি ও বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ঘোষণা করেন যে, প্রতি বছর একই স্থানে “বাংলাদেশ ডে প্যারেড” উদযাপিত হবে।

উক্ত বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড স্পন্সর ছিলেন “গোল্ডেন এইজ হোমকেয়ার” এর সিইও শাহ্‌ নেওয়াজ, যিনি ২০২৪ সালের গ্র্যান্ড মার্শাল হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে, শাহ্‌ নেওয়াজ গ্রুপের কর্ণধার শাহ্‌ নেওয়াজকে পুনরায় বাংলাদেশ প্যারেডের গ্র্যান্ড মার্শাল ঘোষণা করা হয়, এবং ৮২ স্ট্রিটে “বাংলাদেশ ডে প্যারেড” এর সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সর্বশেষে, আমরা পুনরায় দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ” ভবিষ্যতেও একই স্থানে “বাংলাদেশ ডে প্যারেড” আয়োজন করবে। অতএব, কমিউনিটির সকল সদস্যকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা ২০২৫ সালে একই স্থানে ও একই সময়ে বাংলাদেশ সোসাইটি-সহ সকল বাংলাদেশি কমিউনিটিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে “বাংলাদেশ ডে প্যারেড” উদযাপন করবো। আমাদের ঐতিহ্য ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে সকলকে সচেতন থাকার আহ্বান জানাই।

এ সংক্রান্ত আরও সংবাদ