নির্বাচন যত দেরিতে হবে: তারেক রহমান

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নির্বাচন যত দেরিতে হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

‘নির্বাচন যত বিলম্বে হবে, দেশের সমস্যা তত বাড়বে’ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন তারেক রহমানসোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে এক মতবিনিময় সভায় দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জনগেই দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে, তারা কাদেরকে দেবে। কাজেই এই বিষয়ে (নির্বাচন) যত দেরি হবে— আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি, তাতে করে সমস্যা বাড়বে ছাড়া কমবে না।’

তারেক রহমান বলেন, ‘আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত এদেশে প্রতিষ্ঠিত করতে পারবো… আমি বিশ্বাস করি, তত দ্রুত আমরা দেশকে ধবংসের দ্বারপ্রান্তে থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।’

তিনি বলেন, ‘একটি বিষয় এখানে সবাই বলেছেন, যত দেরি হবে নির্বাচনের, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বিভিন্নভাবে সমাজের মধ্যে, বিভিন্নভাবে কথা-বার্তায়। এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে।’

‘যারা পালিয়ে গেছে এই দেশ থেকে, তারা দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে।’

তারেক বলেন, ‘কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচ্যুয়েশনের ভেতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ