পৃথিবীর উষ্ণতম জানুয়ারির রেকর্ড গড়লো ২০২৪

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

পৃথিবীর উষ্ণতম জানুয়ারির রেকর্ড গড়লো ২০২৪

লন্ডন অফিস: ২০২৪ সালে পৃথিবীর উষ্ণতম জানুয়ারি মাস দেখেছে বিশ্ব। ১০ জানুয়ারি
এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস
(সিথ্রিএস)। চলতি বছরের জানুয়ারি মাস ১৯৫০ সাল থেকে সিথ্রিএস-এর তাপমাত্রা
রেকর্ড তালিকায় সর্বোচ্চ। এর আগে উষ্ণতম জানুয়ারির রেকর্ড ছিল ২০২০ সালের।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
১৮৫০ সালের পর পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ডে ২০২৩ সাল স্থান পায়। এরপরই
উষ্ণতম জানুয়ারির রেকর্ড গড়লো ২০২৪ সাল।

মানবসৃষ্ট একাধিক কারণে জলবায়ুর পরিবর্তন এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের
ভূপৃষ্ঠে উষ্ণ পানির স্রোত বা এল নিনোর আবহাওয়ার ঘটনার কারণে পৃথিবীর উষ্ণতা
অস্বাভাবিকভাবে বেড়েছে।

বিগত বছরগুলোর তুলনায় ২০২৩ সালের জুনের পর থেকে প্রতিটি মাসই বিশ্বের
সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড গড়েছিল।
এ বিষয়ে সিথ্রিএস-এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেন, ‘শুধু রেকর্ড উষ্ণ
জানুয়ারিই নয়, আমরা পুরো ১২ মাস প্রাক-শিল্প সময়ের চেয়ে ১.৫ সেন্টিগ্রেড (১.৭
ফারেনহাইট)-এর বেশি তাপমাত্রা অনুভব করেছি।’

এ সংক্রান্ত আরও সংবাদ