প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
অনলাইন ডেস্ক:
অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের (বিএনপি নেতা-কর্মী) বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে তারা কি করবে?’
বুধবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে দুপুরের দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সরকারকে সর্বাত্মকভাবে অসহযোগিতার আহ্বান জানিয়ে, আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন; নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকা; সরকারকে ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখা; ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভেবে দেখা; গায়েবি মামলায় অভিযুক্ত রাজনৈতিক নেতা-কর্মীদের আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest