মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

অনলাইন ডেস্ক:

ফের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি।

রোববার ( ১০ ডিসেম্বর ) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এ নিয়ে ১১ দফায় অবরোধের ডাক দিল দলটি। সবশেষ গত বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। এ ছাড়া আজ রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেছে তারা।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ নম্বর ওয়ান। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। বাংলাদেশের জনগণের ওপর এখন যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে, এমন নির্যাতন বিশ্বের আর কোথাও নেই।

সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজকে দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দেব। তবু আমরা এই সরকারের নির্বাচন মানব না।’